সাজ্জাদ হোসেনের কবিতা
*ত্রিশে'র চিঠি*
----------------------২৭-০৫-২০১৯
জীবনের প্রথম স্বপ্নিল চিঠি অক্ষত আজো হৃদয়ে,
ত্রিশ বছর বুকপকেটে অপেক্ষায় রয়ে গেছে ক্ষয়ে।
যে দেবীকে দেব বলে হৃদয়ের বাণী লেখা,
এ জীবনে তার সাথে হবে না আর দেখা।
এক সাথে এক স্কুলে লেখা পড়া এক সাথে চলা,
তবু হৃদয়ের কথাটি কখনও তারে হয় নি বলা।
বোবা কান্না-না বলা কথা ধুঁকে ধুঁকে মরে বুকের মাঝে,
আজও তার ছন্দ তোলা নূপুর ধ্বনি কানে সদা বাঁজে।
মনের গভীরে অহনিশি লুকিয়ে নরক জ্বালা,
দু'জনে কুড়িয়ে বকুল একসাথে গেঁথেছি মালা।
হাত বাড়িয়ে স্বপ্নেরমালা পরাতে পারে নি কেউ কারো গলে,
শৈশবের বর বউ খেলার স্মৃতিতে আজো ভাসি চোখের জলে।
সে আমার-আমি তার স্বর্গের বন্ধনে এই তো ছিলাম ঢের,
বিধির লেখায় চোখের জলে হারিয়ে যাব ভাবি নি কভু টের।
ত্রিশ বছর আগে ধূসর কফিনে যে প্রেমের হয়েছে সমাধি,
তাকে নিয়ে স্বপ্নরা আজো প্রেমের তাজমহল গড়ে নিরবধি।
চিঠির ভাঁজে শৈশবের বর বউ খেলা ফুলের মালা,
কাল গর্ভের অবর বেলায় অহনিশি দেয় নরক জ্বালা।
নীলখামের মলিন চিঠি নিরালায় পড়ে আজো আমি কাঁদি,
অবুঝ হৃদয়ে প্রেয়সীর পথ চেয়ে অভিসারে এখনও ঘর বাঁধি।
-----------------------------------(কাব্য: 'স্মৃতির বালুচর')
Regards,
সাজ্জাদ হোসেন | s.hossainbepza123@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com
No comments:
Post a Comment