আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

সাজ্জাদ হোসেনের কবিতা
*ত্রিশে'র চিঠি*
----------------------২৭-০৫-২০১৯
জীবনের প্রথম স্বপ্নিল চিঠি অক্ষত আজো হৃদয়ে,
ত্রিশ বছর বুকপকেটে অপেক্ষায় রয়ে গেছে ক্ষয়ে।

যে দেবীকে দেব বলে হৃদয়ের বাণী লেখা,
এ জীবনে তার সাথে হবে না আর দেখা।

এক সাথে এক স্কুলে লেখা পড়া এক সাথে চলা,
তবু হৃদয়ের কথাটি কখনও তারে হয় নি বলা।

বোবা কান্না-না বলা কথা ধুঁকে ধুঁকে মরে বুকের মাঝে,
আজও তার ছন্দ তোলা নূপুর ধ্বনি কানে সদা বাঁজে।

মনের গভীরে অহনিশি লুকিয়ে নরক জ্বালা,
দু'জনে কুড়িয়ে বকুল একসাথে গেঁথেছি মালা।

হাত বাড়িয়ে স্বপ্নেরমালা পরাতে পারে নি কেউ কারো গলে,
শৈশবের বর বউ খেলার স্মৃতিতে আজো ভাসি চোখের জলে।

সে আমার-আমি তার স্বর্গের বন্ধনে এই তো ছিলাম ঢের,
বিধির লেখায় চোখের জলে হারিয়ে যাব ভাবি নি কভু টের।

ত্রিশ বছর আগে ধূসর কফিনে যে প্রেমের হয়েছে সমাধি,
তাকে নিয়ে স্বপ্নরা আজো প্রেমের তাজমহল গড়ে নিরবধি।

চিঠির ভাঁজে শৈশবের বর বউ খেলা ফুলের মালা,
কাল গর্ভের অবর বেলায় অহনিশি দেয় নরক জ্বালা।

নীলখামের মলিন চিঠি নিরালায় পড়ে আজো আমি কাঁদি,
অবুঝ হৃদয়ে প্রেয়সীর পথ চেয়ে অভিসারে এখনও ঘর বাঁধি।
-----------------------------------(কাব্য: 'স্মৃতির বালুচর')

Regards,
সাজ্জাদ হোসেন | s.hossainbepza123@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

দীর্ঘশ্বাস (অণুকাব্য)

একটি ফুল
সূর্য্য স্নাণে ব্যকুল,
প্রতি নিঃশ্বাসে বাড়ে
তার বেঁচে থাকার বিশ্বাস।
পাশা-পাশি দুটি ফুলকলি
নীরবে ফেলে যায় দীর্ঘশ্বাস।।

Regards,
জিল্লুর রহমান জিম | jimnzk2017@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

নারী #নীলিমা_রহিম

#আঙ্গিক_আধুনিক_কবিতা
#নারী
#নীলিমা_রহিম
#তারখ: ১৫/০৫/২০১৯
--------------------------------------------------------------
বেজায় জটিল--
কঠিনও বটে!
রহস্যঘেরা দেহ মন--
চাওয়া না চাওয়া গোলাপী অনুভূতি-
বুক ফাটে তো মুখ ফোটে না!
শান্ত অশান্ত নিকষ কালো গহন অন্ধকারে--
বিরহ মিলন একাকার নীল রঙের জলছবির ফ্রেমে।
ইমন রাগিণী বিরাগে বন্ধুর।
ভালোবাসায় বেলে দোআঁশ--
বর্ণিল কবিতার শরীর-
কবিমন অন্তহীন রহস্যের আধার।
সৃষ্টির সেরা বিস্ময়ের বিস্ময়-
নারীমন বটে!
ঈশ্বরও কী জানে!
দেবীর অপার রহস্যের আদি অন্তের বায়োপসি!
সাঁঝ মায়ার উড়ন্ত বলাকার ঝাঁক,
ক্যান নীড়ে ফেরে!
মনমুকুরে সোনালি ডানার চিল,
বেলা অবেলা কালবেলা ডানা ঝাপটায়--
সোনালি রোদ্দুরে অথবা কাঁচা হলদের পড়ন্ত বিকেলে।
রক্ত পলাশের আগুন হাসি,
যৌবনবতী কোকিলার কুহু কুহুতান--
সিম্ফনি অর্কেস্ট্রার কোরাস ঝংকৃত হয় যেন
রক্ত মাংসের শরীরের ভেতর অবিরত।
দিগন্তের নীলিমা যেন সর্পিল গতিতে নেমে আসে
হৃদপিণ্ডের গোলাপী গালিচায়।
নারীমন জটিল কূটিল চীনের মহাপ্রাচীর।
সপ্তাশ্চর্য হার মানে দেবীর চরণ ধূলায়!
ম্যাজিক নাকি ভালোবাসা!
নাকি চুম্বকের মতো কাছে অথবা দূরে অন্য কোথাও!
গোলাপী চুম্বনের কস্তুরী নাভে আদি অনাদি শৃঙ্গারে-
কখনও কখনও অসুরও মানুষ হয় নারীর ভালোবাসায়।

#© reserved by Neelima Rahim

Regards,
নীলিমা রহিম | neelimarahim1969@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

বেজায় জটিল--
কঠিনও বটে!
রহস্যঘেরা দেহ মন--
চাওয়া না চাওয়া গোলাপী অনুভূতি-
বুক ফাটে তো মুখ ফোটে না!
শান্ত অশান্ত নিকষ কালো গহন অন্ধকারে--
বিরহ মিলন একাকার নীল রঙের জলছবির ফ্রেমে।
ইমন রাগিণী বিরাগে বন্ধুর।
ভালোবাসায় বেলে দোআঁশ--
বর্ণিল কবিতার শরীর-
কবিমন অন্তহীন রহস্যের আধার।
সৃষ্টির সেরা বিস্ময়ের বিস্ময়-
নারীমন বটে!
ঈশ্বরও কী জানে!
দেবীর অপার রহস্যের আদি অন্তের বায়োপসি!
সাঁঝ মায়ার উড়ন্ত বলাকার ঝাঁক,
ক্যান নীড়ে ফেরে!
মনমুকুরে সোনালি ডানার চিল,
বেলা অবেলা কালবেলা ডানা ঝাপটায়--
সোনালি রোদ্দুরে অথবা কাঁচা হলদের পড়ন্ত বিকেলে।
রক্ত পলাশের আগুন হাসি,
যৌবনবতী কোকিলার কুহু কুহুতান--
সিম্ফনি অর্কেস্ট্রার কোরাস ঝংকৃত হয় যেন
রক্ত মাংসের শরীরের ভেতর অবিরত।
দিগন্তের নীলিমা যেন সর্পিল গতিতে নেমে আসে
হৃদপিণ্ডের গোলাপী গালিচায়।
নারীমন জটিল কূটিল চীনের মহাপ্রাচীর।
সপ্তাশ্চর্য হার মানে দেবীর চরণ ধূলায়!
ম্যাজিক নাকি ভালোবাসা!
নাকি চুম্বকের মতো কাছে অথবা দূরে অন্য কোথাও!
গোলাপী চুম্বনের কস্তুরী নাভে আদি অনাদি শৃঙ্গারে-
কখনও কখনও অসুরও মানুষ হয় নারীর ভালোবাসায়।

#© reserved by Neelima Rahim

Regards,
নীলিমা রহিম | neelimarahim1969@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

বিজয়ের সূর্য্ কি জাগবে ------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

বিজয়ের সূর্য্ কি জাগবে
------------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
******************************
যৌবনের গোধূলী জীবনের শেষে আসবে যখন দুয়ারে
তখন তুমি কি শান্তনা দিবে তাহারে !

বুঝনি তো কখনো দূর্বার যৌবনখানি
সম্মুখে আছে কত অন্ধকার গ্লানী
আজ তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে সমরে-
সেই তুখোর সৈনিকেরা মৃত্যেুর দুয়ারে।

অথচ কত দিন -কত রাত,
অবহেলায় জাগনি কত প্রভাত!
কত শক্তি, কত স্বপ্ন অপশক্তির পরশে
বিনষ্ট করেছো আলোহীন হরষে হরষে ।

কতই না উত্তাল যৌবনের কূলে কূলে-
ওই দম্ভ অহংকার ক্ষমতার ঢেউ তুলে-
দেহ তরী ছেড়েছো এই পৃথিবীর পলে পলে-
যৌবনের গোধূলী তো এসেগেছে-
মুক্তির আলো কি আছে ?

দিবসের যা কিছু সঞ্চিত ধন-
আঁধারে তা মুক্তির সব আয়োজন ।
জীবনের গোধূলী যেদিন আসবে দুয়ারে-
বিজয়ের সূর্য্ কি জাগবে উপসংহারে ?
---------------------------------------------14-05-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

তুমি ঘৃণিত ---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তুমি ঘৃণিত
---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*****************************
এক মনুষ্যত্বের পরাজয়-
প্রাণে প্রাণে উঠিল জাগিয়া পশু চরিত্র সমুদয়
প্রহরে প্রহরে অশুভ প্রাণেরা হিংস্রতা মেলে ধরি
স্বাধীন নিবাসে শিশু কিশোর যুবতী ধষর্ণে মরি ।

নিত্য দিনের এমন দৃশ্য যেন এই জাতির অপমান,
যে সভ্যতার খোঁজে মানুষেরা ছুটিছে মুক্তির উদ্যান!
সে উদ্যানে নরপশুরা রোপিছে নির্লজ্জ ধষর্ণের বৃক্ষ-
ছোবলে ছোবলে ক্ষত বিক্ষত করিছে কত সতির বক্ষ !

এতো গগণ বিদারী চিৎকার কেউ কি শুনে ?
এ কোন সভ্য সমাজে দাঁড়িয়ে ধর্ষিতা মৃত্যুর প্রহর গুনে!
যে নীড় তোরে করিল সৃষ্টি তারে দিলি কলংক করিয়া
তুই নির্বোধের মতো এ জগতে চলিস বুক উঁচিয়া-
তবু তোর পরিচয় তুই ধর্ষ্ক!

এ জাতি তোর অবসর চায়, এ জাতি তোর মৃত্যু চায়
দূর কর ঐ যৌবিক তারণা, প্রেম দে সব রিক্ত খাঁচায়।
মানুষই নিখিলে চির শ্রেষ্ঠ-ওই মনুষ্যত্বের দিশায়-
সে ই পারে মুছে দিতে ধর্ষকের পরিচয় মনুষ্যত্ত্বের ছোঁয়ায় !

ক্রমে ক্রমে পৃথিবীর সব প্রাণেরা জেনেগেছে- "তুমি ঘৃণিত" !
আর পরিচয় দিয়ো নাকে তুমি ধর্ষ্ক! তুমি নিখিলের হীন ।
----------------------------------------------------13-5-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

শিরোনাম-মা


মা এক অনুভূতি
জীবনে দিয়েছে গতি
জুড়ে আছে সারাটি মন ও প্রাণে,
সেই জন অভাগা
যেই জন মা হারা
ধাক্কা খেয়েছে জীবনের প্রতিটি ক্ষণে ।

Regards,
সুজয় মজুমদার | Majumdar2220@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ভবিষ্যৎ

গোমড়া-মুখো প্যাঁচার দেশে
হাসতে সবাই গেছেই ভুলে
হাসলে পরে রাজামশাই
সোজা নাকি চড়ান শূলে -
হঠাৎ যখন রাজকন্যার
হলো খুবই বাড়াবাড়ি
বিদেশ থেকে মন্ত্রীমশাই
বদ্যি আনেন তাড়াতাড়ি -
বদ্যি বুড়ো দেখেশুনে
অনেক কষ্টে নাড়িটা গুনে
বলে ওঠে - ভাগ্য ভাল
বেঁচে গেছে কপাল গুণে -
এবার থেকে হাসতে হবে
সকাল-বিকাল অট্টহাসি
নাহলে খুব বিপদ আছে
কর‌ই যদি গড়িমসি -
বাধ্য হয়েই রাজামশাই
হাসির স্কুলটা খুলতে বলে
এখন নাকি ছেলে বুড়ো
আসছে সবাই দলে দলে |

Regards,
প্রণব কুমার বসু | mpkbasu@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

বৃদ্ধাশ্রম
রাতুল গুন

দশ মাস দশ দিন
করেছি গর্ভেধারণ
আজ পাঠিয়ে দিলি বৃদ্ধাশ্রম।
স্তনের দুগ্ধ পান করে
তুই তৃষ্ণা মিটিয়ে
আজ ভুললি আমাকে
পাঠিয়ে দিলি বৃদ্ধাশ্রম।
ধরে ধরে হাঁটতে শিখালাম
আমি আজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি
তুই কি বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে
পাঠিয়ে দিলি বৃদ্ধাশ্রম।
প্রতিদিন রাতে জেগে ছিলাম
তুই পড়বি বলে
আজ তুই প্রতিষ্ঠিত
বিশাল অফিসার
বিরাট বাড়িতে ছোট কোনে
আমার জায়গা নেই
পাঠিয়ে দিলি বৃদ্ধাশ্রম।
যখন ছোট তুই
কোলে নিয়ে ঘুরে ঘুরে
ঘুমপাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়ালাম
সব ভূলে গেলি তুই
পাঠিয়ে দিলি বৃদ্ধাশ্রম।

Regards,
Shirsendu goon | primeratul@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

সাজ্জাদ হোসেনের কবিতা
*আজব জামানা*
---------------০৭-০৫-২০১৯

আজব এই জামানা
নতুনের সব আছে জানা,
গুরুজন হয় না মানা
জ্ঞানীরা আজ মুরগী ছানা।

আজব এই জামানা
অনাহারী পায় না খানা,
সত্য বলায় জরিমানা
চাটুকরের ষোল আনা।

আজব এই জামানা
জন জীবন ফানা ফানা,
সত্য ন্যায় হয়েছে কানা
ভন্ডরা সব মামা নানা।

আজব এই জামানা
জ্ঞানী কথা শোনে না,
ভাল মানুষ মেলে না
মানী লোকের মানে না।

আধুনিক এই জামানা
কার সাথে কার তুলনা,
সে কথা কেউ জানে না
তিক্ত ঔষধ গেলে না।

পুঁথিপজি আজ ফেলনা
নর্দমায় নিয়ে ঢাল না,
যত আছে খেলনা
যত্নে ভরে আলনা।
----------------( নষ্ট গোলাপ)

Regards,
সাজ্জাদ হোসেন | s.hossainbepza123@yohoo.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

যতই করি ঘৃণা এই মিথ্যারে
------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************
যে পরিচয়টা দিয়ে শ্রেষ্ঠ বলি আমারে
সে তরঙ্গ কি আছে মনের কারাগারে ?
যা কিছু করি নশ্বরে দিবারাতি
সেটুকু ওই পূর্ণিমার আলোয় গাঁথি,
ভুলে যাই এই পরিচয়ের অন্ধকারে
আমিও হই অদৃশ্য চির সত্যের বহরে-
স্বার্থের বিভোরে ধুলির পরে ধূলি-
শুধু চাই আপনাকে পরিচয় করে তুলি
কে কাকে হারায় এই ক্ষণিক ভুবনে!
সবে যেন উঁচু শির কেউ কারো নাহি মানে!
যতই করি ঘৃণা এই মিথ্যারে-
স্বার্থের মোহে ততই হারাই আপনারে ।
-----------------------------------------6-05-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

পিঞ্জর খুলে দিবে আমাকে
-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্ল।
*********************
বড় অন্ধকার পিঞ্জরে লুকে আছো, প্রাণ আমার ।
গভীরে,খুব গভীরে, স্পন্দনের শব্দ শুনি নিশিদিন
অদৃশ্য শক্তির মূল কোথা -এ মাটির দেহ বিস্তারে;
কার নিরন্তর কারুকার্যে আমি,কে সেই অধিশ্বরে ?

যার প্রেমে ধীরে ধীরে এই নিখিলের বুকে আমি আজ!
স্পন্দিত প্রাণের ঠিকানা হয়ে আছি আমার ভিতরে
এক ক্ষণিকের ভেলায়, তার তৈরী করা পিঞ্জর শালা
পৃথিবীর নিবাস একদিন পিঞ্জর খুলে দিবে আমাকে—

আমার আমিকে খুঁজি আর খুঁজি প্রাণের সঞ্চারে পৃথিবী-
কিন্তু প্রাণ তুমি কোথা আছো ? এ দেহ কি ভুলে গেলে?
আপন দেহের ভাঁজে ভাঁজে বিদায়ের কত সংকেত!
ওই দুত ওঁত পেতেআছে যেতে হবে সব রেখে ।

এক ক্ষণিকের ভেলায়, তার তৈরী করা পিঞ্জর শালা
পৃথিবীর নিবাস একদিন পিঞ্জর খুলে দিবে আমাকে—
------------------------------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

এই রোজাই হবে মুক্তির ঢাল
------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
******************************
অনাহারে থাকলেই পূর্ণ্ হবে না তোর
রোজার মহিমা যদি না থাকে অন্তর ।

হয়তো আহার নিবি না দিবসে সম্মুখে-
তবু দেখবে, তোরে দেখবে বিধাতা তাঁর চোখে
রোজাদার হয়ে কোন রূপে তুই ভূ-লোকে
তুই কি খুলিয়াছিস মুনাফিকির ডোর!
প্রভূ ভীরু ছাড়া রোজা হবে না মুক্তি তোর ।

অন্তরে ভীরুতা নাই গো প্রভূ ভীরুতা নাই,
চৌদিক রোজাদার বেশে কত রূপ দেখতে পাই
কার সাধ্য আছে বুঝে তোরে মুনাফিকের বেশে!
সবকিছু আছে শুধু নেই রোজার মহিমা হেসে !
এখনো তুই অবিচার করিস আপন কর্মে এসে-

তোর প্রাণে জাগে যদি প্রভূ ভীরুতার সূর্য্
এই রোজাই হবে মুক্তির ঢাল চির ধার্য্য ।
-------------------------------------5-05-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

এ রোজা মুক্তির ঢাল হবে কেমনে?
----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************
দোকানে দোকানে লুট হচ্ছে প্রকাশ্যে গোপনে
রমজানের মহিমা স্বর্গে পৌঁছবে কেমনে !
পাইকারী খুচরা দূস্যু তারা
নিচ্ছে তুলে ইসলামের ধারা,
রোজায় যেখায় কমায়ে দেয় দাম ভুবনে
সেথায় বাংলায় দাম বেশী হয় কেমনে ?
ইসলাম যেথায় ন্যায্য দানের আসনে,
জুলুম অত্যাচার সেথায় থাকে কেমনে ।
লোভ লালসার জাল মেলে-
রোজার মহিমাকে দিচ্ছে ঠেলে,
প্রভূর ভয় কি জাগে না গো প্রাণে !
এ রোজা মুক্তির ঢাল হবে কেমনে?
------------------------------------------------5-5-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

রোজার মহিমাকে দিচ্ছে ঠেলে
----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************
দোকানে দোকানে লুট হচ্ছে প্রকাশ্যে গোপনে
রমজানের মহিমা স্বর্গে পৌঁছবে কেমনে !
পাইকারী খুচরা দূস্যু তারা
নিচ্ছে তুলে ইসলামের ধারা,
রোজায় যেখায় কমায়ে দেয় দাম ভুবনে
সেথায় বাংলায় দাম বেশী হয় কেমনে ?
ইসলাম যেথায় ন্যায্য দানের আসনে,
জুলুম অত্যাচার সেথায় থাকে কেমনে ।
লোভ লালসার জাল মেলে-
রোজার মহিমাকে দিচ্ছে ঠেলে,
প্রভূর ভয় কি জাগে না গো প্রাণে !
এ রোজা মুক্তির ঢাল হবে কেমনে?
------------------------------------------------5-5-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ঘুষ ছাড়া এখানে সব শূন্য ছালা
----------------------------কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা
*******************************
অফিসে অফিসে সিসি ক্যামেরা দেখতে পাই
দুর্নীতিবাজ ঘুষখোর সব বাথরুম কিংবা অন্য কোথাও ভাই
ক্যামেরা সবধান করেনি অফিসের কেরানী,যে আছে পুরুষ-নারী
ঘুষ আর ঘুষের খেলায় নিশ্চুপ কেরানীদের কান্ডারী!
কেরানীদের অদৃশ্য ক্ষমতার দাপটে ন্যায্য সব টলমল,
ক্ষমতার নোংরা পথ দিয়ে কেরানীরা করে হট্টোগোল!
কথা বললে টাকা, কাজ করলে টাকা, না দিলে চুপ সবে
বাধ্য হয়ে ভোক্তভোগী পাপের ছুরিতে পুন্য করে জবে!
কি হবে সিসি ক্যামেরা করে স্থাপন ?
চরিত্র যদি না বদলে প্রাণ হতে প্রাণ !
ওহে পাঞ্জেরী শোনো,
ভোক্তভোগী আটকানোর আগে কেরানীদের লাগাম টানো!
ওদের পঙ্কে দুর্নীতির পদ্ম,পাঁপড়িতে পাঁপড়িতে পাপের ছাপ!
ওরা এখন জাতির অতঙ্ক !
শত কোটি মানুষের অভিশাপ-
ওদের এড়াতে না পেরে ঘুষ ছাড়া হয় না পার কেহ
দিতে হবেই ঘুষ! নয়তো ঘুরে ঘুরে কঙ্কাল হবে দেহ!
ওহে রাজ্যপতি বলিনি একটু মিছে,
সিসি ক্যামেরার আড়ালে ঘটে কত কিছু উঁচু- নীচে
কেরনীদের দূর্গ্ যেন ঘুষের রঙ্গশালা
ঘুষ ছাড়া এখানে সব শূন্য ছালা-
------------------------------------------------2-05-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

নিলর্জ্জ প্রর্দশনী
-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
***************************
নিলর্জ্জ প্রদর্শনী ছড়িয়ে পড়েছে প্রান্ত থেকে প্রান্তে,
কি হবে আর প্রাচ্যের জাহেলী উম্মদনায় ?
কতদিন তুমি দেখাবে এইসব আর !
একদিনতো পতিত হবে উচ্ছিষ্ট হাড়ে
সেইদিন এইসবতো তোমার বিপক্ষে দাঁড়াবে !
নিলর্জ্জ প্রর্দশনী কুঁটে কুঁটে খাবে নিঃশব্দে
এইসব উম্মুক্ত জাহেলী চলবে কতদিন?
জেগে উঠা তোমার অবয়ব,
দুষ্টের শ্বাস প্রশ্বাসে যৌবক তারণা ক্ষেপে উঠে হিংস্র পশুদের মতো
হয়তো বলবে এইসব তোমার অধিকার-
কিন্তু যে অধিকার তোমাকে ক্ষত বিক্ষত করে ইহ লোক পর লোক
সারা অঙ্গে নখের থাবা আর অশুরের শর্স্পকে অনুপ্রাণিত করে
কতক্ষণ আটকে রাখবে অনিষ্টের মহরা?
আর কত নিলর্জ্জ প্রর্দ্শর্নী দেখাবে পথ-ঘাটে !
সভ্য মানুষেরা লজ্জা পায় তোমার এইসব দেখে দেখে-
তার চেয়ে বরং সভ্যতাকে অস্বীকার করো,
অস্বীকার করো লজ্জাশীলতাকে-
তখন সভ্যরা ভাববে তুমি নিষিদ্ধ পল্লীর কেউ-
কিন্তু আমি চাই তুমি ফিরে এসো এইসব নিলর্জ্জ প্রদর্নীর বদলে
সন্ধান করি সভ্য সমাজের,
উদয় হোক আদর্শ্ প্রাণের উজ্জ্বল উপমা এই নিখেলের বুকে
নিলর্জ্জ প্রর্দশনী নিভে গিয়ে জেগে উঠুক
এক সভ্যতার রবি প্রত্যেকের অন্তরে অন্তরে ।
-----------------------------------------------------02-05-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

তুমি তোমার দূর্গের সেনাপতি
-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
************************
স্বজাতির সদস্যরা ক্ষেপেছে আজকে বসুধায়,
চৌদিকে নানা সমালোচনা দেখি পাতায় পাতায়
অনৈতিক চেতনা খোঁজে বক্র পথ,হিংসুক চোখ;
তাই প্রতিবাদ অসহনীয় এ মর্তলোক,
মিথ্যেরা এখানে রঙ ছড়ায় খোঁচায় খোঁচায় ।

দুর্নীতিবাজেরা জোট বেঁধেছে,রাজ্যের প্রতিটি কোণে,
সাহসী প্রতিবাদী আঘাত হেনেছে দুষ্টের বনে;
অভিশপ্ত সেই সব আত্নারা এখন অধীর-
প্রতিবাদীর বিরুদ্ধে জোট বেঁধেছে নিবোর্ধ্ শিবির!
দুনীর্তিকে চুমু খেয়েছে প্রকাশ্য আলিঙ্গনে-

অসাধুরা ধরা পড়ে গেছে এক সাহসীর কল্যাণে
তাদের আজকে জাতির শত্রু বলেই নিয়েছে চিনে
তবু সিন্ডিকেটেরা ধূর্তের মতো কূঁট চালে
কিন্তু ওরা ভুলেগেছে তুমি ষোল কোটি বাঙ্গালীর প্রতিনিধি-
তুমি তোমার দূর্গের সেনাপতি ।
এরূপ প্রচেষ্টাই পারে জাতিকে মুক্তি এনে দিতে

অসাধুদের প্রভাবে দমেনি কখনো হৃদয়ের প্লাবন
তুমি এগিয়ে চল,তুমি থাকবেই জনতার আসন ।
--------------------------------------------30-04-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com