![]() |
সময়ে গুঞ্জন কহে ফুরাইলো মোর সময় ।
কহে নিশিথে দেখ দুরের ঐ চাঁদ ।
রাতের অন্ধকারে কার হাত খানি ধরি ।
ছারি কার হাত ।
দিবালোকে তুমি হারায়েছো মোর হাত ।
অশ্রু সজল চোখে তাকিয়ে ছিনু তোমার পানে ।
দেখিনি কভু তোমার চোখে ।
ভালোবাসার কিঞ্চিত প্রান ।
একদা ফিরে এলে হায় ।
তুমি মোর ঘরে ।
তাকিয়াছিলে তুমি আমারি পানে ।
হারায়ে গিয়াছি আমি তখন অন্ধকারে ।
চলিয়াছি আমি পথ অজানারে উদ্দেশ্য করে ।