আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

সময়ের গুঞ্জন

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।



সময়ে গুঞ্জন কহে ফুরাইলো মোর সময় ।
 কহে নিশিথে দেখ দুরের ঐ চাঁদ ।
 রাতের অন্ধকারে কার হাত খানি ধরি ।
 ছারি কার হাত ।
দিবালোকে তুমি হারায়েছো মোর হাত ।
অশ্রু সজল চোখে তাকিয়ে ছিনু তোমার পানে ।
 দেখিনি কভু তোমার চোখে ।
ভালোবাসার কিঞ্চিত প্রান ।
একদা ফিরে এলে হায় ।
তুমি মোর ঘরে ।
 তাকিয়াছিলে তুমি আমারি পানে ।
 হারায়ে গিয়াছি আমি তখন অন্ধকারে ।
 চলিয়াছি আমি পথ অজানারে উদ্দেশ্য করে ।

আমার অস্তিত্ব

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


অামি দেখেছি সবুজ ঘাসের
বুকে শিশিরের মেলা
সুবাস ছড়ানো পাপড়ির 'পরে
কালো ভোমরের খেলা।

রাতে জোনাকির মিটিমিটি অালোয়
কাটে অাঁধারের বাঁধ
অানমনা হয়ে কতই দেখেছি
জোছনা ছড়ানো চাঁদ।

নিঝুম রাতের নীরবতায়
সময় যেন থামে
কালো অাঁধারের বুক চিরে ফের
রোদের মেয়েরা নামে।

হাওয়ার নাচে দোলে সারা মাঠ
সোনালি অাভা তাতে
শান্ত ঝিলে হাঁসের দলেরা
জলকেলিতে মাতে।

পাখির কোরাসে মন ভরে যায়
বাতাসে ভরে বুক
ঝম ঝম ঝম বাদলে ভিজে
খুঁজে পাই সব সুখ।

অামি দিনমান কোলাহল করি
ঘরে ফিরে যাই সাঁঝে
উদাস হাওয়ায় গান গেয়ে ফের
মিশি প্রকৃতির মাঝে।

#Mostafa

কবিতা: স্বপ্ন

গল্প, কবিতা, উপন্যাস, অনুবাদ, রহস্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত, সাইকোলজি, হেলথ, মোটিভেশনাল ও বই রিভিউ লিখুন সাহিত্য কণিকায়।


সপ্ন
স্বপ্ন জীবনের সম্বল,
স্বপ্ন জীবনের প্রেরণা,
স্বপ্ন জীবনের পরম পাওয়া
স্বপ্ন জীবনের সাধ,
স্বপ্ন বাস্তবতার গ্লানি,
স্বপ্ন আশাহত মানুষের কল্পনার সত্য বাণী,
স্বপ্ন অভুক্ত মানুষের মুখের হাঁসি,
স্বপ্ন বিভীষিকার কর্ণপাত,
স্বপ্ন বিবর্ণ সুখ,
স্বপ্ন কোলাহলের সাড়া,
স্বপ্ন গভীর রজনীর কান্না,
স্বপ্ন মাটিরচাপ,
স্বপ্ন একগুচ্ছ রঙ্গিন পানি,
স্বপ্ন চাওয়া পাওয়ার ছায়া,
স্বপ্ন সূর্যদয়ের আবাস,
স্বপ্ন বিজয়ের শক্তি,
স্বপ্ন মিথ্যার বিরুদ্ধে লড়াই,
স্বপ্ন আজকের সঠিক সিদ্ধান্ত,
স্বপ্ন বিরহী গাথা আঁখিজলের প্রিয় মানুষের নজর,
স্বপ্ন তেপান্তর 'এর' হাহাকার,
স্বপ্ন ভূষণ, স্বপ্নই খোঁরাক।