আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

তোরা প্রাণবন্ত
--------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*****************
ওরে ছাত্র, ওরে জ্ঞানের আলো,
ওরে ছাত্রী, ওরে জ্যোতি,
দুর কর তুই অজ্ঞদের কালো ।
বই হাতে কলম হাতে প্রভাত কালে
ছুঁড়ে ফেল নিন্দুকেরা যে যা বলে,
সকল ব্যর্থ্তাকে ভুলে উচ্চ স্বরে
গেয়ে যা বিজয়ের অমীত সুরে ।

স্বপ্নগুলো উড়েছে তোদের আশায়
আর তো কিছুই চাই না রে
তোদের জ্ঞানে, তোদের লেখা পড়ায় !
ওই যে প্রবীণ, চায় যে শুধু দেখে,
তোরা দিয়েছিস আলো ,সঠিক পথ রেখে ।
ভ্রান্ত অজ্ঞদের বন্ধ করা ধরায়
তোরা প্রাণবন্ত, দেখরে জ্ঞানের আলো ।

উগ্রবাদের দিকে তাকাস না যে কেউ
ওরা ওঁত পেতে তোকে ডাকছে
চারিদিকে ভ্রান্ত মতের উত্তাল ঢেউ ।
মরণ নেশার অগ্নি ফাঁদে উগ্র দলে
তোদের পানে চেয়ে ফঁন্দি এটে এটে
সতেজ প্রাণকে নিথর দেহে পথে ঘাটে !
যে যার পথ ভ্রষ্টে ভ্রান্ত মতের বিলাসে
আয় আলো, আয় রে জ্ঞানের বিকাশে।

চাইনা দেখি সেথায় তোরে, করছি তোরে মানা
তোর জ্ঞানে চাই যে আলো, দেখব তোরে যখন
হাসব সবে -হাসবে মা -হাসবে জগত খানা ।
তোর সংঘাতে জিতবে ওরা উঠবে অট্ট হেসে
তোর ধবংস মায়ের স্বপ্ন, পুড়বে অগ্নিশিখার ত্রাসে ।
তোরা প্রাণবন্ত,আয় ফিরে আয় দিসনা স্বপ্ন ধসে ।
------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

কিশোর কণ্ঠের প্রতিবাদ
---------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*******************
বাংলায় চলেছে আজও স্বৈর শাসকের অপবাদ
গুলির মুখে দাঁড়িয়ে কিশোর কণ্ঠের প্রতিবাদ !
পঁয়তাল্লিশ বছর পরেও বাংলার গ্রাম ও শহরে
ষোল কোটি বাঙ্গালী গণতন্ত্রের জন্য যুদ্ধ করে!
মুক্তির প্রত্যাশায় লাল সবুজের বিস্তীর্ণ্ প্রান্তরে।
ঘাতক ইশারা চোখে, আজও দীপ্ত মীর জাফর
ক্রমশ বিস্তৃত হচ্ছে ক্ষমতা পিপাসুদের অত্যাচার
বৈষম্য ভরপুর, লুন্ঠিত অর্থনীতি, কন্ঠরুদ্ধ ,বঞ্চিতের আর্তনাদ;
কবির কবিতায় পত্রিকার শিরোনামে অমানবিক কত সংবাদ ।

কৈশলে মুখোশধারী অত্যাচারী স্বৈরশাসকের আস্ফালন
পূর্বসূরী হঠিয়ে রক্ত গঙ্গায় অভিনব পদ্ধতির সমন।
গণতন্ত্রের রাজনৈতিক মঞ্চে ধর্মীয় অনুভূতির শব্দ চয়ন
ক্ষমতা যাওয়ার অভিলাসে হীন গোষ্ঠির খন্ডিত সংবিধান!
প্রেমের দ্বন্দ সংঘাত গুম হত্যা বিদ্রোহীদের পদাচরন।
দেশে বিদেশে নতশির স্বাধীন বাংলার ঐতিহ্য সুনাম
কার জন্যে ?
পরাধীন শৃঙ্খলে স্বাধীন জাতির এত বদনাম !!
বিপ্লব শুরু হয়েছে, কিশোর জেগেছে মুক্তির সমর রণে
অধিকার দিতেই হবে, অসাম্প্রদায়িক মঞ্চে জনতার গর্জনে ।

দিকে দিকে পথে ঘাটে কিশোরের পদধ্বনি
ছাত্র শিক্ষক সর্বস্তরের জনতা গর্জে উঠার সময় এখনি
ঐ শুন বঞ্চিত হাজার কণ্ঠে বিপ্লবের সম্বর্ধনা।
এদেশ শিশুর, এদেশ কিশোরের ,এদেশ যুবকের
এদেশ পৌঢ়ের ,এদেশ বৃদ্ধার- এদেশ সবের মা ।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত, আজও শোধা হয়নি ঋণ,
বিপ্লব স্পন্দিত বুকে কিশোর কণ্ঠের প্রতিবাদ-
গর্জে উঠুক -এদিন - প্রতিদিন ।।
কান্নার সময় শেষ: ঘরে ঘরে পৌঁছে দাও খবর!
কিশোর কণ্ঠের প্রতিবাদ- দুর্ণীতির বিরুদ্ধে এবার ।
---------------------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

আমাদের দেশে আজ
----------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
****************
আমাদের দেশে আজ কত দুর্নীতি
অফিস আদলতে ঘুষ আর প্রীতি
দ্বারে দ্বারে ঘুরে তবু নাই মুখে হাসি
চাঁদাবাজি ধান্দাবাজি কত ভালবাসি।
পথে ঘাটে অলি গলি সব নিয়ে যায়
নেতা ভাই দেয় ঠাঁই ক্ষমতার ছায়ায়
আয় আয় দলে আয় নাই কোন পাপ
অস্রবাজি টেন্ডারবাজি সবই পাবি মাপ
নাটের গুরু টানে দড়ি, ঐ তরী চলে
উঁচু যত চেয়ার পেলে নীচু যায় ভুলে
আমাদের দেশে আজ উঁচু ঘুটি বাজ
কাজবিনে গিল্লা করে নাই কোন লাজ
সৎ মরে হায় হায় কোথা তবে যাই ?
কর্তা বলে দুর দুর নাই তোর ঠাঁই !
দুঃখীর আঁখি জলে কেটে যায় বেলা
আমাদের দেশে আজ গরীবের হেলা ।
লাল সবুজ দেখে শুধু ক্ষমতার গান
সাম্যের বিভেদ তটে বিদ্রোহীর প্রাণ!
-------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ফুল কলি আজ ফুলদানিতে
---------------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*********************
কতোদিন বাগানে ফোটে না ফুল কলি, দেখি শুধু
মোবাইল দর্পণে ফুলের উচ্ছাস
দেখি বদ্ধ দুয়ার, খোলাহীন জানালা, ডিজিটাল আওয়াজ
মুক্তকাশের বদলে দেখি ঘরের কোণে নতশিরে ফুল!
স্বাধীন সমীরণে ফোটার কোন স্পৃহা নেই, কম্পিউটারের ডেক্স থেকে
সদ্য গজা আলোহীনা তুরু লতা,
অথচ যেখানে ফুটতো ঠিকই অমীত সম্ভবনার স্বপ্নীল গোলাপ
এখন সেখানে দেখি পর্ণগ্রাফীর নগ্ন তরঙ্গ কিংবা মাদকের ছোবল;
বিশ্বায়নের আধুনিক চর্চায় আজ বিপথে আগামীর ফুল..
কোথাও নেই খোলা মাঠ, মুক্ত আকাশ, বাতাসের সিগ্ধ সুবাস,
শুধু ইমারত, নোংরা ধূলি কণা আর যান্ত্রিক অগ্রাসন
এখানে তারা কয়েদি, আলোহীনা বদ্ধ ঘরে পরাজিত সৈনিক;
আজ ডিজিটাল প্রেমে ক্ষণে ক্ষণে প্রযুক্তির ভ্রান্ত জ্ঞান
সারাক্ষণ বদ্ধ ঘরে কিংবা মোবাইল কম্পিউটারে নিমজ্জিত
কলিদের কোথাও দেখিনা ফুলের স্বপ্ন
সারা অঙ্গে মাখা যেন ঝরা জীর্ণ্ রুগ্ন অবকাঠামো
দুরন্ত গতি অদম্য স্পৃহা সংকীর্ণ্ মন জগতে আবদ্ধ ।
জ্ঞানের প্রতীক আজ ভুলে গেছে খাতা কলম বইয়ের স্পর্শ্ !
বদ্ধ ঘরের ভেলকুনিতে থেকে থেকে নত জানু দন্ড শিরে
ফুল কলি নেই বাগানের মগডালে চিরচেনা সবুজ ঘিরে ।
ফুল কলি আজ ফুলদানিতে সাজানো প্রাণহীনা সম্ভার
মুক্ত আকাশ সতেজ বাতাস সামাজিক বন্ধন নেই তার!
সব কিছু ঘিরে আছে অসুস্থ প্রতিযোগীতার রুগ্ন ডালপালা
অবশেষে ফোটে না ফুল কলি, কোথাও দেখি না আর
দুরন্ত সুবাসে উড়ন্ত বাতাসে সৃজন বিকাশে ।
শুধু তাকিয়ে দেখি ফুল কলি আজ ফুলদানিতে
অসামাজিক অগ্রাসনে বদ্ধ ঘরের ভেলকুনিতে ।
ডিজিটাল যুগের নগ্ন প্রেমে সারাক্ষণই মোবাইল হাতে ।
---------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

আয়রে ওঠে কালের শীর্ষে
--------------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
********************

ওরে ভয় নে্ই আর, ভেদিয়া উঠিছে কৃষ্ণ মেঘের রবি,
বদ্ধ কপাটের শিকল ভাঙ্গিয়া জাগিছে তরুণ কবি!

মিছিলে মিছিলে স্বপ্ন দেখিয়ে বাংলার অলি গলি
তরুণ তরুণী কর্ম্ যুদ্ধে দলে দলে আজ চলি !

উগ্র যুগের ভ্রান্ত ভেদিয়া মুক্তির দ্বার খুলে
নেশার জগত হঠিয়া তবে বাংলার শত ছেলে!

অস্র ফেলিয়া কলম সৈনিক ছুটিছে দামাল দল
স্বপ্নের পথে জাগিছে তরুণ লাল-সবুজের পাল !

কে দমিবে রুখবে তাদের দেখতে তোরা আয়!
বঙ্গ মাতার বঙ্গ বীর শোধিবে জাতির দায় ।

পণ করিছে পিতার মন্ত্রে গড়িবে স্বদের এবার ।
মুক্তি যুদ্ধের অমর বানী সোনার বাংলা সবার ।

আসুক বাধা আসুক ঝড় বিজয়ী কৌশল জানা
পারিবে কেউ হঠিবে তোদের সমর রণের সেনা ?

দুষ্ট চক্রের বক্রগতি হারিয়ে অবিরত
আয়রে ওঠে কালের শীর্ষে, পিতার স্বপ্নের মত ।
----------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

স্বর -বর্ণ্
--------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট কাপাসিয়া, গাজীপুর ।
***************
অ- অন্ধ যারা মূর্খ্ তত
আ- আলো ছড়ায় জ্ঞানী যত ।
ই – ইভ টিজিং এর কুফল এত !
ঈ – ঈর্ষা সে যে শয়তান ভ্রত ।
উ- উত্তম কর্মে জগত আলো
ঊ- ঊষার আলো কিনবে কালো ।
ঋ- ঋণ শোধে দাও মায়ের প্রতি
এ- এ দেশ্ তোমার গর্ব্ অতি ।
ঐ- ঐতিহ্য জাতির বিজয় নিশান
ও- ওত পেতে রয় বিদ্রোহী পাষাণ
ঔ- ঔষধ মুক্তির অসাম্প্রদায়িক গান ।
--------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ব্যঞ্জন- বর্ণ্
----------মোঃ আমিনুল এহছান মোল্লা , রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
****************
ক- কলম ধর বই পড়
খ- খেলার মাঠে স্বাস্হ্য গড়।
গ- গুন্ডামী ইয়াবা আজই ছাড়
ঘ- ঘরের কোণে বাগান কর
ঙ- ল্যাঙ মেরে ঐ সত্য ধর ।
চ- চলার পথে স্বপ্ন দেখ
ছ- ছাত্র ছাত্রী পড়ায় থেকো
জ- জ্বালিয়ে আলো ভুবন বুকে
ঝ-ঝগড়া বিবাদ মিটিয়ে সুখে
ঞ- লাঞ্ছনাকে যাও যে ভুলে
ট- টগবগিয়ে জ্ঞানের ফুলে
ঠ- ঠাট্রা বিদ্রুপ ছুঁড়ে ফেললে
ড- ডাকবে তোমায় প্রাণ খুলে
ঢ- ঢাকঢোল যদি পেতে চাও
ণ- সাম্যের বাণী গেয়ে যাও
ত- তলোয়ার জ্ঞানের কলম বই
থ- থেমে কেন নেওনা ঐ ?
দ- দায়- দায়িত্ব নিতে হবে
ধ- তোমার কাঁধে জাতির সবে
ন- নেশার জগত দাও ছুড়ে
প- পাল্লা দিয়ে দেশকে গড়ে
ফ- ফিতনা ফ্যসাদ আজই পুড়ে
ব- টেন্ডারবাজি বোমাবাজি চাঁদাবাজি
ভ- ভোর নিশি ধবংস কাজী !।
ম- মাদক নেশার মরণ ফাঁদ
য- যত যুবক ভঙ্গুর কাঁধ
র- রীপুর দোষে স্বপ্ন হেরে
ল- লোভ লালসা নিচ্ছে কেড়ে ।
শ- শপথ হউক মুক্তির যুদ্ধের
ষ- ভাঙ্গতে হবে ষড় তীর ।
স- সাহস নিয়ে এগিয়ে চল
হ- হ্ত্যা সন্ত্রাস না বল ।
ড়- হাড় জিত চির কাল
ঢ়- দৃঢ় প্রত্যয় মুক্তির হাল
য়- জয় কর জাতির আশা
ৎ- ভয় চিৎকার হতাশা !
ং- আতংক নয় প্রত্যাশা
ঃ দুর হউক যত দুঃখ কালো
ঁ- জ্ঞানের চাঁদে উঠুক আলো ।

-------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

আমি তোমাদের শেখ মুজিব
--------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*******************
আমি সেই নেতা, আমাকে চেয়ে দেখো
আমি গর্জে উঠেছি
আমার অন্তরে মুক্তি;
সাদা পায়জামা পাঞ্জাবি কালো কোর্ট্ গায়ে বজ্র কণ্ঠে মঞ্চে
উঠে দাড়ালাম-
আমি মুক্তহীন মৃত্যুর মুখে ফাঁসির মঞ্চে এসেছি
আমি দাঁড়িয়েছি মুক্তি যুদ্ধের সমর রণে…
আমার শিরা উপশিরায় বাঙ্গালীর মুক্তি
তোমাদের রক্তের স্পন্দন।

সাড়ে সাত কোটি বাঙ্গালীর বন্দী প্রাণ
আমি উম্মাদ ওদের বিরুদ্ধে মৃত্যেুর সম্মুখে
আমি মুক্তি চাই, আমি স্বাধীনতা চাই-
নিজের স্বার্থের জন্যে পিছু হঠিনি, আত্তসর্মাপন করিনি
আমি মুক্তির জন্য ফাঁসির মঞ্চে—
আমি ওদের অত্যাচারের বিরুদ্ধে প্রকাশ্যে রুখে দাঁড়িয়েছি
আমি পাকিস্তানের মনোভাব মর্মে মর্মে উপলব্দি করেছি
রাজাকারদের ধ্বংস লীলা দেখে আমার মন একটুকুও দমেনি;
আমি মৃত্যেুর মঞ্চে জেগে জেগে স্বপ্ন দেখিছি- নিরস্র বাঙ্গালীর,
আমি বন্ধী জীবনে ওদের কাছে গিয়ে গর্জে উঠেছি বার বার
আামি মানুষ ,আমি বাঙ্গালী, আমি মুসলমান ,বাংলা আমার কবর
যে করেই হোক আমার বাঙ্গালী মুক্ত হবেই, এই জেনে রেখ ।

আমার অঙ্গিকার পরিস্কার, আমি স্পষ্ট করে বলে দিতে চাই,
মুক্তি চাই- স্বাধীনতা চাই ।
এবারের সংগ্রাম ,মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম ,স্বাধীনতার সংগ্রাম ।
সমস্ত পৃথিবীর মানচিত্রে লাল-সবুজ হেসে উঠবে- স্বাধীন মুক্ত ভাবে..
অসাম্প্রদায়িক সাম্যের সুরে বেজে উঠবে- আমার সোনার বাংলা ,আমি তোমায় ভালবাসি ।
বাঙ্গালী উচ্চারণ করবে সেই মুক্তির শ্লোগান- জয় বাংলা ।
আমার স্বাধীনতার ডাকে ওদের বিরুদ্ধে যুদ্ধ শুরু কর,
হে বাঙ্গালী গর্জে উঠ
যার যা আছে দূর্গ্ গড়ে তোল, বাংলাদেশ শত্রু মুক্ত কর বাংলাদেশ স্বাধীন কর ।
আমি সেই নেতা, আমি তোমাদের শেখ মুজিব ।।
-----------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

যদি এসো
-------------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
*************************

প্রথম ভালোবাসা দিয়েছি তোমার পবিত্র মন্দিরে
এখনও আলো শূন্য, যেমন অচেনা পথে আঁধার বন !
ঝিলমিল করে উত্তাল ঢেউ, জোসনায় সাজানো,নদীর বাঁকে বাঁকে
প্রতীক্ষা আজও সিহরে লুকানো তবু জানি আসবেনা
প্রেম মন্দির থাকবে এমনি সাজানো, তুমি আসবে না, হৃদয়হীনা নিষ্ঠুর
প্রথম ভালোবাসা দিয়েছি তোমার পবিত্র মন্দিরে ।

তোমার রূপে হইনিকো পাগল, তবু কি করে ভুলি সূরভী ঘ্রাণ !
কোথায় পাব বল?
এত রূপের বান, এমন সুন্দরী নেই কেউ, চক্ষু ফেরায় !
হৃদয় হৃদয় যদি বিদ্যুৎ প্রবাহ চলে কে রুখবে তবে ?
শুধু একটু বল, এসো ফিরে এসো
ওহে সুন্দরী, বলে যাও আমায় ভালোবাস ।
দৃশ্যমান মিলনের শিকড়ের মতো দেহের উতাল রস
পেতে লোভ হয়, শিহরনের স্পর্শ্ মুখ পানে- বড়ই একান্তে
একটু এসো ,একটু এসো হে -প্রথম ভালবাসা ।
যৌবন দেহের বোটায় ঝুঁকে পাপড়ি মেললে তোমার
ফুলদুটি দেখা যায়, বোটার মাঝখানে বাসনার মতো
রৌদ্দুর তীব্র ক্ষধা যেন বুক জুরে তৃষ্ণার মরু চর;-
প্রেম গঙ্গার অতল গভীরে তপ্ত দহের অতৃপ্ত ক্ষত !
মিলন প্রেমের স্পর্শ্ নিয়ে তুমি কোন প্রেমিকার ?
আলিঙ্গনে জড়াবো,ফিরে এসো ফিরে এসো, প্রথম ভালোবাসা
সামনে দাঁড়িয়ে একটু বল, ভালোবাস, ভালোবাস ।
অনেক প্রতীক্ষায় তোমার পথ পানে প্রভাতের উল্লাসে
এখনও আলো শূন্য, যেমন অচেনা পথে আঁধার বন !
হৃদয়ে তোমায় বাশরের মতো সাজাবার সাধ, একটু এসো
প্রথম আলিঙ্গনে একে দিতে চাই পবিত্র বন্ধন, যদি এসো ।
---------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

আমি ক্ষমতা
--------- মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া , গাজীপুর ।
***************************
আমি ক্ষমতা- হঠাৎ দম্ভ এসে আমাকে উগ্র হতে বলে
তরুণ শক্তির মত তীব্র বেগে কবিতার পংক্তিগুলো
এলোমেলো ছন্দ পতনে অহমিকার অবয়বে গর্জে ওঠে
পাঠকের মননে বিষ ঢেলে দিয়ে যবনিকার দ্বার খুলে ।
আমি ক্ষমতা দুর হয়ে যেতে বলি অমানবিক বন্ধুর খোঁজে
আমি বিভীষিকা ,জনতার আতংক ,ক্রমশ দেশদ্রোহী আগোপন
খুনী হয়ে যাই, করে যাই লুটতরাজ, কেড়ে নেই অধিকার
কখনো দেখিনা ক্ষমতার কালি চুন, আমি তাকে আগলে রাখি
আমি তাকে খোঁজে নেই পালঙ্কের নিচ থেক হরেক কৌশলে
জনতার অধিকার বঞ্চিত করে হুকুম দিয়ে যাই!
সংশয় নেই, ক্ষমতা পেয়েছি, সমালোচকের কানে মেরেছি চপ্পল ।

ক্ষমতার হাত ধরে স্বৈরবর্ণের এক রমনীর সান্নিধ্যে
সঙ্গম করেছি সংগোপনে বিদ্রোহী বাশরে ক্ষমতার অভিলাসে
কবিতার ছন্দের মধ্যে এনেছি বিভাদের অগ্নি কুন্ড,
কত প্রাণের অবসান ঘটেছি !!
আমি ক্ষমতা ,
জল্লাতের মতো নিষ্ঠুর ভূমিকায় গণতন্ত্রকে হত্যা করেছি
আমি ধর্ষ্ণ করেছি, আমি বিবস্র করেছি, আমি গুম হ্ত্যা করেছি
লুটেছি জনতার সম্পদ, কেড়েছি ভোটাধিকার ।
বেশ্যার মতো গণতন্ত্র শুয়ে রেখেছি, স্বাধীন লাল-সবুজ প্রান্তরে
অঙ্গিকার ভেঙ্গে মুক্তিকে আজ আঁধার পথের অভিযাত্রী করেছি
আমি ক্ষমতা গণতন্ত্র উলঙ্গ করেছি কথ্য অশ্লীলতা মিশিয়ে চকিতে
খুলে ফেলেছি পর্দার অবয়ব লাজ সরম তোয়াক্কা না করে- শুধুমাত্র আপন স্বার্থে ।
হিংস্র দানব হয়েছি প্রতি নিয়ত ,আমি ক্ষমতা একক অধিকারের প্রত্যাশায় ।।
----------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ঠিক যেন তুমি
--------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
**********************
আচমকা ভাবনার পাশে তোমাকে দেখে চমকে ওঠি!
এও কি সম্ভব ? সত্যিই কি তুমি !!
কোলাহলের ভিড়ে চুপি চুপি- মুসকি হেসে অপলকে !
ঠিক ভুল নয়তো- প্রেমের উত্তাল চৈতন্যের শিরহন চৌকিতে
শিরশিরে অনুভূতি জাগিয়ে…
কি যেন ছোঁয়ে দিলে পুলকের সুখ ধমনিতে উতাল রক্ত প্রবাহে
দুরন্ত চিতার মতো ভয়ঙ্কর শিকারী রূপে
স্পর্শ্ নলের অগ্রভাগে, থেমে নেই, গর্জে ওঠা অবিরত
এও কি সম্ভব ? ‍তুমিই বল !!
মুচকি ঠোটে কত দিন লাবণ্য রমনীকে সংগোপনে দেখিনি
প্রেমের মুক্ত ভেলকুনিতে….
একান্তে মুক্তকাশের নীচে শ্রভ্র কাশ বনে সমীরণ সিহরে ।
হাতে হাত ধরে আলিঙ্গনের ভঙ্গিতে অরণ্যের গহিনে ।
সেই দেখা বারবার ফিরে, আচমকা স্মৃতির পতায়
ঠিক যেন তুমি কবিতার লাইনে পুলকিত শব্দ চয়ণে।
স্পর্শ্ করে যাও উতাল স্রোতের আড়ালে
একাকী নিভৃতে পরমের উত্তেজনায়- সন্ধির মোহনায় ।
--------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

এবার নেতা হয়ে আমি
----------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
*********************
এবার নেতা হয়ে আমি বঞ্চিতের পাশে দাড়াবো
এবার নেতা হয়ে আমি চাই দুঃখী মানুষের হাসি
এবার নেতা হয়ে আমি ক্ষমতার ‍উচ্চ শিখরে না গেলেও
জনতার মুক্তির জন্য থাকব অগ্রভাগে-
মুক্তি যুদ্ধের মূল স্রোতে এ বাংলা আজও ঋণী!
নেতা হয়েছি আমি চাই অধিকার, গণতন্ত্রের মঞ্চ, সকলের অংশগ্রহণ
ক্ষমতার গদি ভ্রান্ত বুলি আর যেন না হয়
নেতা হয়েছি তাই জনতার অধিকার চির মুক্তি চাই-
যে মায়ের উল্লাসে, যাকে আমি প্রকাশ্যে আঁচল ধরে হেঁটেছি
যার সৃজনে আমি গর্বিত বিশ্ব দরবারে
সে আমাদের সোনার বাংলাদেশ, লাল-সবুজের উড়ন্ত নিশান
আমি তাকে গড়তে পারি ।
রাজনৈতিক মঞ্চে আমি দাঁড়ালেই,তোপধ্বনি শুনতে চাই না
এবার নেতা হয়ে আমি মানব অধিকার লুঠব না
জনতার নেতা হয়ে আমি বাংলা ধুলো থেকে মুক্তির গান শোনাব
বঞ্চিতের প্রেম নিংড়ে এখনো স্বপ্ন দেখি, বিশ্ব বুকে উঁচুশিরে দাঁড়াবার
স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দ্বার খুলে-
কলংকের কপাট বদ্ধ রেখে, আঁধার থেকে উঠে এসে
গণতন্ত্রের প্রেমিক হয়ে নিজেকে সৃষ্টি করে সেবকের মঞ্চে এসে
মায়ের স্বপ্নগুলোকে মুক্তি যুদ্ধের মন্ত্রে গেয়ে যাব গান
এবার নেতা হয়ে আমি
অসাম্প্রদায়িক শ্লোগানে অধিকার বঞ্চিত জনতার পাশে ।
-------------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

প্রেমের বন্দরে তুমি
---------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
***********************
প্রথম দেখেই ‍হৃদয়ের গহিন তোমাকে নিয়েছি
প্রেমময় এই দেহে অনুভবের কোণে দেখেছি
তুমি চির প্রেমের কাছে প্রিয়ের সতেজ প্রাণ
শিহরিত উতাল প্রবাহে বুক টন টন করে
উদগ্র কামনায় তীব্র বেগে জল রাশির স্মান ।
ঝর্ণা ধারাকে আলিঙ্গন স্রোতে ।
পুলক দিগন্তের প্রান্তরে সুখ চেতনার স্পর্শ্ কুঠিরে
জেগে উঠে ঐতিহাসিক সন্ধির চুক্তি!
গভীর অরণ্য বুঝেনা যৌবনের হিংস্র ঝড় !
চির শুক্রর তুমুল যুদ্ধে পরাজয়ের আর্শীবাদ
এ এক অনন্য বন্ধনে বিপরীত ধর্মীর প্রেম।
নির্জ্ন একান্তের একটু প্রত্যাশার পরিতৃপ্তি।
প্রেমের বন্দরে তুমি
অভিযোগহীন সুখ অনুভূতির পালে দিগন্তে চলা ।
যে মুহুর্তের শেষ নেই, তবু হেরে যাওয়া পরম সিহরে
প্রেমের বন্দরে তুমি হঠাৎ খোঁজে পাওয়া প্রজাপতির উড়ন্ত নোঙ্গর ।
আমি জয়ী নই, আমি পরাজিত নই, আমি এমনই একজন প্রেমিক
প্রথম দেখেই ‍হৃদয়ের গহিন তোমাকে নিয়েছি, কিছু না বুঝেই
কাছে টেনে নিয়েছি, বুকের পিঞ্জরে
শুধু দেখি প্রেমে বন্দরে তুমি !
---------------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

স্থির কর তুমি কোথায়?
------------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
******************
গভীর নিশি থেকে জেগে উঠে
প্রভাতের সোনালী রবি
রবি, তুমি কি পারো মুছে দিতে
সব অন্ধকার ?
গগণে ধূলোয় বিস্তৃত
প্রকৃতির কোলে অশনির জাল
রবি, না ভুবনের অন্ধকার?
একটু তালাশ করে দেখ, কিন্ত
শ্রেষ্ঠের মুকুট পরা মানব তো
সে নয়!
মানবের হিংস্রতা দেখে ভয় হয়
মানবতার কুঠিরে
সবই তো জাগতিক মোহের দাবানল
পেয়েছো কি
যা ছিল পাওয়ার?
আপন কর্মের কাছে প্রশ্ন তোলে
স্থির কর তুমি কোথায়?
----------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

স্থির কর তুমি কোথায়?
------------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
******************
গভীর নিশি থেকে জেগে উঠে
প্রভাতের সোনালী রবি
রবি, তুমি কি পারো মুছে দিতে
সব অন্ধকার ?
গগণে ধূলোয় বিস্তৃত
প্রকৃতির কোলে অশনির জাল
রবি, না ভুবনের অন্ধকার?
একটু তালাশ করে দেখ, কিন্ত
শ্রেষ্ঠের মুকুট পরা মানব তো
সে নয়!
মানবের হিংস্রতা দেখে ভয় হয়
মানবতার কুঠিরে
সবই তো জাগতিক মোহের দাবানল
পেয়েছো কি
যা ছিল পাওয়ার?
আপন কর্মের কাছে প্রশ্ন তোলে
স্থির কর তুমি কোথায়?
----------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

আামি স্বপ্ন জয়ী বাশর সাজাবো!
-------------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
***************************

যদি শিক্ষিত হও, আমি আলিঙ্গনে ভালবাসা দিবো
আামি স্বপ্ন জয়ী বাশর সাজাবো!
তোমার প্রেমে এই বাংলাদেশ
স্বপ্নের প্রতিপদে উড়াবো বিজয়ী নিশান
দিক দিগন্তের প্রান্তরে বুক উঁচিয়ে
এ আমারই স্পর্শ্ তোমাদের প্রতি ।
যদি শিক্ষিত হও, আমি আলিঙ্গনে ভালবাসা দিবো
আামি স্বপ্ন জয়ী বাশর সাজাবো!

মুক্তি যুদ্ধের চাপ চাপ রক্ত
লুণ্ঠিত মায়ের ইজ্জতের দাম
এখনো শোধ হয়নি ,শ্রেষ্ঠ সন্তানদের রক্ত স্নান বির্স্জন
এখনো মায়ের বুকে
কিশোর কিশোরীরা ভ্রান্ত পথে-

দেশদ্রোহীরা, ভয়ঙ্কর !
শহরে বন্দরে মাদক দ্রব্যের হিংস্র থাবা
বিপথে কিশোর কিশোরীরা, তবু এক একটি কুচক্রিমহল
পথে ঘাটে অলি গলি মরণ নেশা কিংবা অস্রের মহরা
তরুণ তরুণীর জ্ঞান তটে আমবস্যার অশনি খেলা
ক্ষমতার মসনদে ঐ স্বার্থ্ লোভী অজ্ঞদের মেলা
ক্ষমতার দম্ভে অগ্নি বিস্ফোরণ
রাজনৈতিক মঞ্চে কান্ডারীদের ছদ্মবেশ
দিবা নিশি কম্পিত তরুণ তরুণীর ভবিষ্যৎ
এ আমারই মরণ ফাঁদ আগামীর স্বপ্ন ঘিরে !
যদি শিক্ষিত হও, আমি আলিঙ্গনে ভালবাসা দিবো
আামি স্বপ্ন জয়ী বাশর সাজাবো!


ভ্রান্ত দর্শণে কত তরুণ তরুণী ঝরে জীবন প্রাতে
স্বপ্ন ভেঙ্গে খালি কর মায়ের বুক
আমি কি সহ্য করতে পারি এ সব?
স্বপ্ন, তুমি এত প্রতারক?
আজ তোমাকে দেখিনা জ্ঞান অর্জনের বিদ্যাপিঠে
খাতা কলম বই হাতে পড়ার টেবিলে!
রক্ত পিপাষু ঘাতকের মত তুমি ছুটেছো ওদের পাশে
কিন্তু আমি চাই শিউলি ফুলের মত সব সন্তানের হাসি
চাইনা ,মদ গাজা ইয়াবা ভঙ্গুর কিশোর কিশোরী
উড়ে বেড়াক তোমাদের পাখা দিক থেকে দিগন্তে
পারবে তো ?
তোমার প্রেমে এই বাংলাদেশ
স্বপ্নের প্রতিপদে উড়াবো বিজয়ী নিশান
দিক দিগন্তের প্রান্তরে বুক উঁচিয়ে
যদি শিক্ষিত হও, আমি আলিঙ্গনে ভালবাসা দিবো
আামি স্বপ্ন জয়ী বাশর সাজাবো!
-------------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

মুক্তির সন্ধানে
---------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট কাপাসিয়া, গাজীপুর ।
*******************

হে প্রিয়, তোমরা বদ্ধ ঘরের জানালায় বসে,
জাতিকে প্রেম দিতে যেও না
এতো এক ছলনা খেলা
যৌবনের ভয়ঙ্কর প্রবল স্রোতে উপড়ে গেছে কত তাজা প্রাণ
চৌচির হয়েছে স্বপ্ন, আঁখি জলে বুক ভেসে নতজানু তরুণ শির
গডফাদার কেড়ে নেয় আগামীর আলো, মায়ের গর্বিত আঁচল
নৈরাজ্য সন্ত্রাসের স্বর্গ্ গড়ে তোলে, ছিনে নেয় তরুণের চশমা
আঁধার জগতে আপোষ করে যায় তথাকথিত দেশ প্রেমিক!!
এইসব হাজারো দৃশ্য- দিবালোকের মত সত্য, অগ্নি কুন্ড,বড়ই নিষ্ঠুর!
বিজয়ের পখে এই সব অগ্নি কুন্ড তীব্র সত্যই বাধা হয়ে ওঠে
হে প্রিয় দেশ প্রেমিক, তোমাদের স্বপ্ন ভুলে যাওয়া উচিৎ নয়
বিশ্বাসের প্রাসাদে বসে তোমাদের গর্জিত কণ্ঠস্বরও
থমকে যেতে পারে হায়েনাদের বিষাক্ত অগ্রাসনে ।
তোমাদের লাবণ্য ঠোঁট, মায়াবী আঁখি নাও জাগতে পারে সিহরে,
পুলকের স্পর্শ্ দন্ড সোজা নাও হতে পারে, পরাজিত কাপুরুষের মত
হৃদয়ের স্পন্দনে নেমে আসতে পারে যৌবনের পরাজয়, অকাল মৃত্যু
কিন্তু তোমরা নিজেরাই বেছে নিয়েছো এই পথ
তোমাদের ফিরে আসতেই হবে
হে প্রিয় দেশবাসী, তোমরাতো লাল-সবুজের উধর্ব্ শির
জেগে উঠ প্রভাত কালে দিবসের জয়গানে
আগামীর পথে মুক্তির সন্ধানে।
আমি তোমাদের আগামী পথ অন্ধকার দেখছি-
যদি না তোমরা সাবধান হও মুক্তি যুদ্ধের মূল মন্ত্রে
হৃদয় থেকে যদি দেখতে না পাও লাল-সবুজ প্রান্তর
প্রকৃতির নিয়ম ও তোমাদের হীন কর্মে তলিবে স্বপ্ন তরী
ষড়যন্ত্রের সমীরনে হারিয়ে যাবে উড়ন্ত মেঘলা আকাশে ।
হে প্রিয় দেশবাসী, ফিরে এসো তোমাদের ধরণী প্রেমের প্রবাহে
মুক্তির সাজে বীরের বেশে লাল-সবুজ পতাকা নিয়ে
আগামীর পথে মুক্তির সন্ধানে।
-----------------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ঋতু রাজ বসন্ত বুঝতে পারি
-----মোঃ আমিনুল এহান মোল্লা, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
***********************
স্রষ্টার সৃষ্টি ও প্রকৃতির মুখোমুখি দাঁড়ালে
ঋতু রাজ বসন্ত বুঝতে পারি ।
কোকিলের আগমনী বার্তা শুরু হয়
বৃদ্ধ পাতার নির্যাস ঝরে যায় চির সবুজের অপেক্ষায়
বাগানে বাগানে পাঁপড়ি মেলে ফুলগুলি কত সাজের সমাহারে
গ্রাম বাংলায় রমনীর খোঁপায় খোঁপায় মৌয়ের উতালা মনে
ঋতু রাজ বসন্ত বুঝতে পারি।
বিস্তৃত প্রেমিক প্রেমিকার প্রাণে উচ্ছাসের অহমিকা
প্রকৃতির ঢংগে ডানা মেলে হলদে টিয়েরা পুলকের অলি গলি
আপনের খোঁজে প্রেমের মঞ্চে ঋতু রাজ বসন্তের পাল তোলে
নব যৌবনের দ্বার খুলে উম্মাদনার অহিংস হৃদয় কোণে
কি প্রেমিক কি প্রেমিকা এক অভিন্ন প্রতিযোগীতার সেতু বন্ধনে
ঋতু রাজ বসন্ত বুঝতে পারি ।
স্রষ্টার সৃষ্টি ও প্রকৃতির মুখোমুখি দাঁড়ালে, সেই মুহূর্তে
সিহরি ডানা গুলো প্রেমের সুবাসে কোকিলের ম্যাজিকে
নব যৌবনের উত্তাল মিলনে প্রকৃতির প্রেমিক –প্রেমিকা
এক শিহরিত ফাল্গুনের প্রভাতী বসন্তের ফটকে
দলে দলে হলদে টিয়েরা ঝটলা বাধে –শুধু একদিনের জন্য !!
হৈ হোল্লো খোলা মেলা চলে নিজেকে উম্মুক্ত করে হলুদের রঙে
পবিত্র খনির ভিতরে কৃত্রিম প্রেমের এক জ্বলন্ত আগ্নেয়গিরি
একি ঋতু রাজ বসন্ত নাকি ভিনধর্মী কর্ম্ যজ্ঞের লুকোচুরি!!
বাসন্তীর চরিত্র আজ ঐহিত্যহীন করেছে প্রকৃতির বিরুদ্ধে
শত বছরের বসন্ত যৌবন কপালে অন্ধ পথিকের পথ চলা
আজ যেন গন্তব্যহীন পথহারা পথিক!
ভুলে যাচ্ছে লাল-সবুজের নিজস্ব সাংস্কৃতির ঐতিহ্য
কোন রূপে এলে তুমি হে বসন্ত ?
জাগ জাগ হে বিধির বিধানে ঋতু চক্রের ধমণীতে
ঋতু রাজ বসন্ত প্রকৃত রূপে প্রকৃতির মিতালীতে, যাতে-
ঋতু রাজ বসন্ত বুঝতে পারি ।
-----------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ভালবাসা আজ দিবসের জালে বন্ধী
-----মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
********************
মনগড়া দিবসের চাপে হেলে পড়া ভালবাসা বৃক্ষটি
ক্ষীণ হৃদে ভাঙ্গে তার নগ্ন বক্ষটি !
হরেক ভঙ্গিতে পরিপাটি দিবসের অঙ্গ প্রতিটি
একি এল বাংলার বুকে?
পবিত্র ভালবাসার বন্ধন আজ যেন চির ছুটি ।
পথে ঘাটে বৃক্ষ তার আবরণ খুলে লাজহীন ফুলে
বিশ্বায়নের তালে তালে আপনারে ভুলে ঐ চলে ।
ঠিক যেন নগ্ন বিলাসিতায় চৈতন্যের মূর্খ্ মন্দিরে
ভ্রান্ত অহমিকায় ভালবাসা দিবস সেই ঐতিহ্য হেরে
তরুণ-তরুণী কিংবা আঁধার জগতের অধিপতি
ক্ষণিকের শিরশিরে অনুভূতি জাগিয়ে
ভালবসার পবিত্র মর্যাদাকে লুন্ঠন করে ।
ভালবাসার শক্তি, প্রকৃত প্রেমের স্পন্দন আজ ধবংস তীরে
দিবস আছে ভালবাসা নেই প্রেমিক প্রেমিকার মন মন্দিরে!
কে যেন আজ ছুটি দিল দিবসের আদলে বাকী দিনগুলি
চারিদিকে রক্তের হোলি ইজ্জত লুটালুটি আর গোলাগুলি
দুরন্ত হায়েনার মত ভালাবাসা আজ দিবসের জালে বন্ধী !
দিবসের পর্দা দোলে থেমে যায় মানুষ মানুষের জন্যে
ভুলে দেয় পবিত্র ভালবাসা খুলে দেয় বিপরীত দুয়ার ।
মনে রেখ,
বন্ধন সুদৃঢ়, প্রেম চিরদিনের, ভালবাসা প্রতিদিনের ।
----------------
----------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

পদ্মা সেতু আজ কলঙ্কমুক্ত
-----মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
**********************
যে কোন দেশের যে কোন নাগরিককে ডেকে বলো,
ওরা বলবে দেশটি মায়ের মত,
মা যেমন ভুলেনা
সন্তানের বিপদে, সন্তানের লালনে।
তবে কেন মাকে এড়িয়ে যাবার এত চঞ্চলতা !
অনেক শুনেছি, অনেক দেখেছি , তোমাদের মিথ্যে অহমিকা
নিজের সুনাম বিনষ্ট করে গোষ্ঠি স্বার্থের পদতলে –তোমাদের ব্যস্ততা ।
উল্লাসের মুখ দেখেছি ষড়যন্ত্রকারীদের পাশে
তোমাদের চিনতে পেরেছি!
তোমরা সেই স্বার্থ্ লোভী ঘাতকের দালাল দেশদ্রোহী কুলাঙ্গার ।
যে কোন দেশের যে কোন নাগরিককে ডেকে বলো,
ওরা বলবে দেশটি মায়ের মত,
মা যেমন ভুলেনা
সন্তানের বিপদে ,সন্তানের লালনে।
পদ্মা সেতু ছিল ষোল কোটি বাঙ্গালীর স্বপ্ন, গর্বের প্রতীক, জাতির অহংকার
আমরা মুখিয়ে ছিলাম কালের সাক্ষী হতে
ষড়যন্ত্রের ঝড় হাওয়ায় গা ভাসিয়ে-তোমরা উড়েছিলে অট্ট হেসে-
ক্ষমতার লোভে ওদের সঙ্গী হয়ে – মাকে অপমানিত করেছো ।
আজ আর দুঃখ নেই- তোমরা হেরে গেছো
এই দেখ, সেই অপমানের ক্ষত আজ সম্মানের আসনে অধিষ্ঠিত
পদ্মা সেতু আজ কলঙ্কমুক্ত, আপন বলিয়ানে দীপ্তমান!!
এসে দেখ, পদ্মার বুকে গজে উঠেছে ষোল কোটি বাঙ্গালীর স্বপ্ন!
তোমরা ভুলে গেছো বাঙ্গালী বীরের জাতি, নতজানু হতে জানেনা ।
ধিক ধিক তোমারদের ধিক ! তোমরা ঘাতকের দালাল দেশদ্রোহী!!
কেন তোমার অন্তর কুলষিত, কেন তোমার এত হিংসের
কঠিন ভঙ্গি ?
তোমাদের চিনতে পেরেছি!
আজ হাসান হোসেন মহারতি তোমাদের দেওয়া কলঙ্ক হতে মুক্ত ।
যে কোন দেশের যে কোন নাগরিককে ডেকে বলো,
ওরা বলবে দেশটি মায়ের মত,
মা যেমন ভুলেনা
সন্তানের বিপদে, সন্তানের লালনে।
ঐ স্বপ্নের পদ্মা সেতু আজ কলঙ্কমুক্ত বিশ্ব দরবারে ।
সোনার দেশে, ষড়জাল, বিদ্রোহী , কুচক্রের অগ্নি শিখা
লুকোচুরির বাঁধ ভেঙ্গে প্রকাশ্যে পদ্মার বুকে-স্বপ্নের সেতু
সমর রণ বীরদের মুক্তির শিহরণ, বিজয়ের ‍তুমুল খেলা...
----------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

মৃত্যুর ঘন্টা শুনি!
-----মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
**********************
কত আকুতি করেছি তোমার দুরন্তপনার কাছে
এখন রক্ত শূন্য, যেমন প্রাণহীন দেহ
দুরন্ত উত্তাল লক্ষ গাড়ী অজ্ঞ চালকের হাতে,পথের বাঁকে বাঁকে
নিমিষেই দৌড়ে তোয়াক্কা না করে, তবু চড়ে বেড়ায় নিত্যদিন!
এ পথ এমনি ভয়ঙ্কর! কেউ জানেনা ফিরবে কিনা আপনের নীড়ে
কত আকুতি করেছি, তোমার দুরন্তপনার কাছে !

লাশ দেখে ভুলি কি করে রক্তের বান, অমূল্য প্রাণের বলিদান
কে দেবে ফিরে?এমন অকাল মৃত্যুর প্রতিদান !
স্বাধীন বুকে যদি মৃত্যুর পরোয়ানা চলে- কে বাঁচাবে তবে!
এ হেন সাহস কার আছে বল ?
নিরাপদ সড়ক দিবে, বলে যাও ,বলে যাও
আপন নীড়ে ফিরবে সবে, বলে দাও ,বলে দাও

রাস্তার দুরন্ত গাড়ী, জল্লাদের মতো প্রাণের রস
চুষে নেয়, শরীরের চঞ্চলতা থেমে দেয় নিষ্ঠুরের মতো।
বড় ভয় হয়! বড় ভয় হয় !রাস্তার জল্লাত দেখে !
বাস ট্রাক অটো মিনি আরো কত বাংলার পথ ঘাটে
চেয়ে দেখ ,চেয়ে দেখ !
কত আকুতি করেছি,তোমার দুরন্তপনার কাছে !


স্বার্থ্ গোষ্ঠির পাশে হাত রেখে রাস্তার জল্লাত মেতে ওঠে
দুমড়ে মুছড়ে কেড়ে নেয় কত সতেজ প্রাণ !
নিয়মনীতি তোয়াক্কা করে না জল্লাদের অভিভাবক ।
যম দুতের ভয়ঙ্কর অগ্রাসন আহবান করে —মৃত্যুর ঘন্টা !!
কবে শোধরাবে জাতির এই দৈন্যদশা ?
কত আকুতি করেছি, তোমার দুরন্তপনার কাছে !

কপালের নিচে আজ হত ভাগ্যের রক্ত ক্ষত
প্রাণহীন দেহ নিয়ে অকাল ঝরেছি বাংলার পথ ঘাটে
রক্ত ছিটানো লাল-সবুজ প্রান্তরে- আমি দূর্ভাগা
মৃত্যুর ঘন্টা শুনি !
রাস্তার জল্লাত ঐ আসছে ধেয়ে- এই বুঝি নিবে প্রাণ !
-------------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

শিক্ষার এত শক্তি
--------------মোঃ আমিনুল এহছান মোল্লা,রাওনাট,কাপাসিয়া, গাজীপুর ।
*********************
শিক্ষার এত শক্তি, তাই তার কাছে আসি
আলোর আভায় আমি দুর করে নেই অন্ধকার
শিক্ষার ভিতর থেকে উঠে আসে মুক্তি আমার
আমি তার পাপড়ি থেকে তুলে নেই
জ্ঞান বকুলের সুবাস।

গন্ধ শুঁকি, পুনরায় অজ্ঞতার ধ্যানকে জাগ্রত করি
অর্জিত জ্ঞানের শক্তিতে নব সৃষ্টিকে আলিঙ্গন করে চলি
প্রেমের সুন্দরতম প্রাসাদের আলোক ভেলকুনিতে
আমি দ্রুতই বিকশিত হই জ্ঞানের ফুলদানিতে
শিক্ষার এত শক্তি, তাই তার কাছে আসি


শিক্ষার কেন অভিমান, আমি খুঁজে পাইনা আলোক রশ্মি
যতখানি নিতে পারি, তাও আবার পাইনা
শিক্ষার দুয়ার দিয়ে উঁকি মারে কার ষড়যন্ত্র ?
একি দেখি প্রশ্ন ফাঁস!
একি দেখি নৈরাজ্য !
চারিদিকে কোচিং বাণিজ্য
সৃজনশীল তটে শিক্ষার দৈন্য !
দেখেছি অনেক কিছু ,ছুটেছি অনেক পিছু ,পায়নি কোথাও ঠাঁই
এ কি শিক্ষার নীতি ?
তবুও শিক্ষার ভ্রতে, বারবার ‍ছোঁয়েছি মহারথিদের পদাংক
আলো থেকে শক্তি নিয়েছি
ঠিক যোদ্ধার মত জীবনের প্রতিপদে ,একটু মুক্তির প্রত্যাশায়
শিক্ষার এত শক্তি, তাই তার কাছে আসি


আলোর অলঙ্কার সে পড়েছে অনন্ত কাল ধরে ধরে
তাই শিক্ষার কাছে মুক্তি চাই আমি ।
আঁধার পর্বতে আমি মাথা উঁচু রাখি
তোমার পথ চেয়ে প্রেমের ডানা মেলে
শিক্ষার ভিতরে অগ্রি-এত জ্যেতিময়
আলোর ঝলকানি মাখা………
বিজয়ী মুকুট পড়ে, ডাকে আমায় বারবার
জ্ঞানের দীপ্ত পদ্য, পথ দেখায় ঘুরে ঘুরে
ফিরে আসে,
আধাঁর ত্যাগ করার অভিপ্রায়, শিক্ষা একটি অমর শিল্প ।
শিক্ষার এত শক্তি, তাই তার কাছে আসি

--------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

পবিত্র ভালবাসার
----মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
****************************
ভালবাসা কি ভাবে বেঁচে আছে তুই এসে দেখে যা হৃদয়
একি অন্তঃ হতে ? নাকি বাহ্যিক
আজ দেখি প্রাণহীন কঙ্কালের পাশা খেলা!প্রতি বেলা !
শ্রেষ্ঠ মানুষের হিংস্র হাওয়া গর্জে ওঠে, প্রেমকে অবহেলা
করে স্পন্দন; জ্ঞান সিংহাসনের অধিপতি নত শিরে পুষে
হিংসা বিদ্বেষ হানাহানি রক্তপাত! ক্ষমতা প্রাপ্তির আক্রোশে
হেন তেন করে, ভালবাসা আপন স্বার্থে বিদ্রোহীদের পাশে হাঁটি,
ভ্রান্ত মতে উড়ি, একদল উগ্রবাদের সঙ্গে: খাঁটি
প্রেমে মায়ের আঁচল ধরে চলে দেখেছি লাল-সবুজের বুকে
কত বিদ্রোহী কত স্বার্থ্পর আজও লুকোচুরি খেলে !

ভালবাসা হৃদয়ের মধ্যে প্রিয়সীর সঙ্গমের মতো
আলিঙ্গনের চুমুতে পুলকিত হয় রসালয়ে,দেশ প্রেমিকের উরুতলে দৃশ্যলোক
যেখানে রবেনা কোন ছলনার বন্ধন ।
উঠবে না জ্বলে ষড় রিপুর কর্ম্ যজ্ঞ । হৃদয়, তুই একে
দেখবি তো? ভালবাসা আজ নিষ্ঠুর অমানবিক কারগারে বন্ধী
এ হৃদয় দেখতে চায়নি প্রভূর প্রিয়র অন্তেঃ, কোন পথে কোন মতে…
হৃদয়ের পাশে ভালবাসা হয়ে দেখেছি, সে এক অপূর্ব্ শিহরণ !
হৃদয়ের পাশে ভালবাসা হয়ে দেখেছি, সে এক চিরপ্রেমের বন্ধন ।
ভালবাসার দূর্গ্ থেকে মুক্তির গর্জ্ন শুনেছি, মানবের কণ্ঠ স্বরে
ভালবাসার দূর্গ্ থেকে দৃঢ় শপথ শুনেছি, সাম্যের জয়গানে ।
ভালবাসার ভেলকুনি থেক সুবাস নিয়েছি, প্রিয়সীর আলিঙ্গনে
ভালবাসার শ্মাশানে গিয়ে মরে যাবার বদলে, নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখেছি

এ হৃদয় দেখতে চায়নি মৃত প্র্রাণে , অমানবিক সিংহাসনে অধিষ্ঠিত
ভালবাসা কি ভাবে বেঁচে আছে তুই এসে দেখে যা হৃদয় !
হৃদয় তোর সর্ব্স্ব বন্ধক দিয়ে মানবিক জয়গানে জেগে উঠ আবার ।
হৃদয়ের চোখ দুটো মনে হয় একপলক সত্যি চোখ।
মানবের দৃঢ় বন্ধন পৃথিবীতে খুব বেশী নেই আর।।
মুক্তির পূজা হউক হৃদয় গহিন হতে পবিত্র ভালবাসার ।
--------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

প্রথম চোখ
---------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
******************
আজো আমি মাতৃভাষায় প্রেমহীন প্রিয়সী দেখি
আজো আমি বর্ণমালায় ভিন প্রেমিকের গন্ধ পাই
বাহান্নর উত্তাল গর্জ্ন শুনি আজো বর্ণমালার ভেতরে
বাঙ্গালী কি ভুলে গেছে সেই গুলির শব্দ, সেই আত্নদান!
বর্ণমালায় ভিন প্রেমিকের গন্ধ পাই
মাতৃভাষায় লেগে আছে প্রেমহীনা প্রিয়সী।
এই মাটির শপথ নিয়ে একদিন ছালাম, বরকত ,রফিক ,জাব্বার
বাংলাভাষা রক্ষার স্বার্থে রক্তমাখা গায়ে তারা বুক বেঁধেছিলো!
পাকিস্তানী শাসকের রিবুদ্ধে ভেঙ্গেছিল নিষদ্ধ ১৪৪ ধারা,
মাতৃকার পূঁজে তারা ভেসেছিল উত্তাল রক্ত গঙ্গায়,
আজ তাদের আত্নদান হৃদয়হীনা ভালবাসায় অবরুদ্ধ
মাতৃভাষা প্রেমহীন প্রাণে বন্ধী, ভিন প্রেমিকার অন্ধ মোহে
বাংলাভাষা আজ আঁধার কুঠিরে নিমজ্জিত!
এ যেন দেশদ্রোহী লজ্জায় পাকিস্তানী দোসরের জননী,
হে মাতৃভাষা--এর জন্য কি তোমার জন্ম ?
তবে কি তুমি প্রেমহীনা প্রেমিকার রক্তাক্ত নির্যাস ?
ভাষা শহীদের অর্জিত স্বপ্ন কেড়ে নিয়েছে ভিন বর্ণ্!
বর্ণমালায় ভিন প্রেমিকের গন্ধ পাই!!
মাতৃভাষায় লেগে আছে প্রেমহীনা প্রিয়সী।
আন্দোলনে পাওয়া,
তবু প্রেমহীনা হৃদে মাতৃভাষায় প্রেমের তুফান
অবহেলোয় অযত্নে জাতির গর্জ্ন-"আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস"
একুশে ফেব্রুয়ারী ফুলে ফুলে শহীদ মিনার প্রভাতী প্রহরে
জনতার ঢল-শুধু একদিনের জন্য মাতৃভাষার প্রেম ।
রক্ত দানের পাওয়া--অবহেলা কর যারে
সে মায়ের ভাষা, সে আমাদের ধ্বণি, সে আমাদের মুক্তি ।
বাহান্নর ভাষা আন্দোলন স্বাধীন বাংলা সৃষ্টির প্রথম ভিত্তি ।
একুশে ফেব্রুয়ারী-
রক্তে কেনা মায়ের ভাষা-আমাদেরই বাংলা ভাষা ।
অ ,আ ,ক, খ বাংলা বর্ণের প্রথম চোখ
চিত্ত উতলা বিশ্ব বুকে রক্ত ঝরা মায়ের সুখ !
------------------
---------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

ক্ষমতার প্রয়োজন নেই
------------মোঃ আমিনুল এহছান মোল্লা, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
***********************
খুব বেশী ক্ষমতার প্রয়োজন নেই,
সঠিক শিক্ষা ইস্পাত দৃঢ়তা পবিত্র সততা চাই ।
খুব বেশী সম্পদের প্রয়োজন নেই
শুধু র্ব্বর হিংস্রতা চাই প্রত্যাখান
লোভ মানুষকে বিপথে নেয়
ক্ষমতা কিছুটা ছলনা শেখায়,
ক্ষণস্থায়ী প্রভূর এই ধরায়
খুব বেশী ক্ষমতার প্রয়োজন নেই ।

বুকে প্রেম নিয়ে নিখিলের কথা
বঞ্চিত গোষ্ঠির অমানবিক ব্যাথা
ভুলে দাও ভুলে দাও
সম্মুখে এসে বলিষ্ঠ বাহুরা লুফে নাও লুফে নাও
ভ্রান্ত মতের নষ্ট জগত রুখে দাও রুখে দাও ।

খুব বেশী ক্ষমতার প্রয়োজন নেই ।
কিছুটা স্বপ্ন কিছুটা প্রেম অদম্য স্পৃহা চাই
শুধু হিংসা বিদ্বেষ চাই প্রত্যাখান
না হলে প্রেমের সিহরতায় সন্ধি হবে না সুঠাম
না হলে রক্ত গঙ্গায় গুম হ্ত্যা অবিরত প্রিয়তম!

খুব বেশী ক্ষমতার প্রয়োজন নেই
প্রেমহীন প্রাণ পরাজিত দোসর
পাষন্ড স্বৈর শাসকের অগ্রি মূর্তি
ছদ্মবেশী লাল সবুজের পাকিস্তানী প্রেতাত্তা
আজই তাড়াও আজই তাড়াও।

খুব বেশী ক্ষমতার প্রয়োজন নেই
কিছুটা দেশ প্রেম চাই কিছুটা প্রতিরোধ চাই
অন্যায়ের প্রতিবাদ চাই, ভালবাসা চাই ।
চাই কিছু শিক্ষিত প্রতিবাদী তরুণ তরুণী
চাই নেশা মুক্ত সমাজ ,চাই অসাম্প্রদায়িক আলিঙ্গন।
----------------

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com