বাংলা ম্যাগাজিন ব্লগ।
আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে।
●Name চিহ্নিত বক্সে আপনার সম্পূর্ণ নাম দিন ।
● Email চিহ্নিত বক্সে আপনার ইমেইল এড্রেস দিন ।
●মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ আপনার লিখাটি দিন ।
Send বাটনে ক্লিক করার সাথে সাথেই পোস্টটি ওয়েবসাইট এ পাবলিশ হয়ে যাবে।
আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।
আপনার কবিতাটি এখানে পোস্ট করুন।
সাহিত্য কণিকায় আপনাকে স্বাগতম।
"নবীন প্রবীণ সবার আছে লিখার অধিকার।"
আপনার লিখা কবিতাটি এখানে পোস্ট করুন। কবিতাটি পোস্ট করতে এই পেইজের একদম নীচে আপনার কবিতাটি টাইপ করুন ও পোস্ট করুন।।
বন্ধু(রাতুল গুন)
ReplyDeleteবন্ধু মানে কাছে থাকা
সুখে দুখে কাছে পাওয়া।
বন্ধু মানে চলার সাথী
প্রতিটি সময় ধরে।
বন্ধু মানে এগিয়ে যাওয়া
দৃঢ় প্রত্যয়ের সাথে।
বন্ধু মানে হারিয়ে যাওয়া
মনের অজান্তে।
বন্ধু মানে সুন্দর দুটি মন
অপলক দৃষ্টি।
বন্ধু মানে খোলা আকাশ
অবাক দৃষ্টিতে চেয়ে থাকা।
বন্ধু মানে অবুঝ প্রশ্ন
প্রতিটি বন্ধনে ও মনে।
অপূর্ব বন্ধুত্বের সংজ্ঞায়িত করণ হয়েছে। ধন্যবাদ।
Deleteবাড়ছে ডিমের দাম
ReplyDeleteলিয়াকত জোয়ার্দার
এই শহরে হঠাৎ করে
বাড়ছে ডিমের দাম
কারণ কী তা জানতে গিয়ে
ঝরছে মাথার ঘাম।
অবাক আমি সবাক যারা
শুনলে এমন তথ্য
হস্তখানা মস্তকে যে
চাপড়ে হবে মত্ত।
'খা.জি.পন্থী' মুরগি যত
পণ করেছে সবাই
পাড়বে নাকো ডিম যে কোনো
যদিও করো জবাই।
ডিম্বহীনা মুরগি হবার
জাগলো কেন খায়েশ?
ছাড়তে হবে নেত্রীকে আর
সকল আরাম আয়েশ
দিতে হবে, এক দাবিতে
ডিম পাড়া তাই বন্ধ
বাতিল করো আদেশ তোমার
চলবে না হয় দ্বন্দ্ব।
বাংলাদেশ জাতীয় জাদুঘর
ঢাকা, বাংলাদেশ
সুন্দর প্রকাশভঙ্গি।
ReplyDeleteঅনবদ্য
ReplyDeleteধন্যবাদ সাহিত্য কনিকা
ReplyDelete