আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

[সাহিত্য কণিকা] New message received.

চিঠি-১১
মিন্টুসারেং।

তুমি আমাকে নাকি ভালবাসতে, আজ অনেকদিন পর
লিখলে, আমি নাকি বুঝিনি,
আচ্ছা তুমিই
বলো, কি এমন
বাসলে ভাল, আমি বুঝতেই
পারিনি!!!

৩১ঃ০৮ঃ২০১৯
সারেংবাড়ি,মধুপুর।

Regards,
MINTU SHARENG. | mintushareng@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

"কাটে আমার বেলা"
নিলুফার জাহান
৩০;০৮;২০১৯

নদীর ধারে রাখাল ছেলে
বাজায় বসে বাঁশি
ঝিলের জলে পদ্ম ফুলে
হাঁসে মধুর হাসি।

সাদা বকেরা আসে উভে
মাছ ধরবে বলে
মায়ার নদী কুলু কুলু
তানে বয়ে চলে।

নানা রঙের ফুলে দেখো
মৌমাছি ঐ উড়ে
ডুমুর গাছে পাতার নীচে
দোয়েল বসে ভোরে।

নদীর বুকে বৈঠা হাতে
মাঝি নৌকা টানে
রিম ঝিম ঝিম বৃষ্টিটা
শান্তি আনে প্রাণে।

দীঘির জলে পাতি হাঁসে
সুখে করে খেলা
শরতের ওই রূপটা দেখে
কাটে আমার বেলা।

Regards,
নিলুফার জাহান | nilufarjahan.64@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

*** পরিহাস ***
*** সুজিত চ্যাটার্জি ***

যার ওপর মায়া সমুদ্র সমান
স্নেহ পাহাড় প্রমাণ ,
যার জন্যে উজাড় করে দিতে পারো
সবটুকু একেবারে,
চেয়ে দ্যাখো ,,,,,,,
তার কাছেই ভালবাসার
ভিখারি তুমি আজ
দিনান্ত বেলায়।

নগ্ন পায়ে যে মন্দিরে মানত মেঙ্গে ছিলে,
সে মন্দির তেমনই আছে
পাষাণ বিগ্রহ বুকে নিয়ে,
তোমার বুকে পাষাণ নিগ্রহ।

সদাহাস্য দেবতার মুখে অলৌকিক হাসি।
কান পেতে শোনো, শুনছ,??
অলক্ষে ফিসফিস দৈববাণী,,,,,
কেঁদো না সখা, খবর আছে,,,,,,
তোমার স্নেহ, বাবা হতে চলেছে।
হ্যাঁ বাবা ।।

copyright @ সুজিত চ্যাটার্জি ১৯৬০

Regards,
সুজিত চ্যাটার্জি | sujitchatterjee@1960.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

কবিতাঃ তুই কি আমার বন্ধু হবি?
কবিঃ মুহাম্মদ ইয়াসিন।

তুই কি আমার বন্ধু হবি?
রাত-বিরাতে একলা চলার সঙ্গী হবি?
সাঝ সকালে ঘুম বাড়িতে
ঝাঁকুনি মেরে ঘুম তাড়াবি?

তুই কি আমার বন্ধু হবি?
একলা রাতে আকাশ দেখার সঙ্গী হবি?
দুঃখ রাতে পাশে থেকে
দুঃখগুলোয় ভাগ বসাবি?
সুখের সময় দুঃখের সময়
সব বেলাতে আমার হবি?

তুই কি আমার বন্ধু হবি?
শিশির ভেজা ঘাসের উপর
হাঁটতে গিয়ে আমায় নিবি?
মিষ্টি রোদের শেষ বেলাতে
মন খারাপের সব বেলাতে
কাছে থেকে মন রাঙ্গাবি?

তুই কি আমার বন্ধু হবি?
বৃষ্টি ভেজা রৌদ্র ছায়ায়
একলা যখন ভিজবে কায়া
কলা পাতার ছাতা নিয়ে
তুই কি আমার পথ শুকাবি?

তুই কি আমার বন্ধু হবি?
আঁধার রাতে একলা হলে
দুঃসময়ে পথ হারালে
তুই কি চেনা পথিক হবি?
আলো হয়ে পথ দেখাবি?
তুই কি আমার বন্ধু হবি?

Regards,
মুহাম্মদ ইয়াসিন। | mdyeasin.sir2283@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

খানিক আশা
নুরজাহান আখতার

হতেও পারে শত নিরাশার ভিড়ে
এক চিলতে আশা সব
হতেও পারে মুহূর্তের মাঝে
বন্ধ কলরব

Regards,
Nurjahan Akhter | niraakter25533@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

চালাও তোমার কর্ম
শাহ্ মোঃ তাজুল ইসলাম

হাজার স্বপ্নের ভীড়ে মানুষ
বাঁচে সুন্দর ভবে।
স্বপ্ন দেখতে ভালবাসে
এই পৃথিবীর সবে।

পৃথিবীতে আসা তোমার
বাবা মায়ের আশা।
তোমায় নিয়ে বাবা মায়ের
কত ভালোবাসা।

কোনো একদিন গোলাপ হয়ে
ফুটেছিলে তুমি।
গোলাপ ফুলের সুবাস দিয়ে
পূণ্যকর ভূমি।

স্বপ্ন গুলো পূরণ করতে
মন দাও বন্ধু কাজে।
কর্ম গুনেই বাঁচবে তুমি
এই পৃথিবীর মাঝে।

মুসলিম তুমি ইসলাম তোমার
মনোনিত ধর্ম।
ন্যায়ের পথে থেকে বন্ধু
চালাও তোমার কর্ম।

Regards,
শাহ্ মোঃ তাজুল ইসলাম | tajulislamtamim4224@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

কবিতা- চাঁদ by রাম কৃষ্ণ বিশ্বাস

(কবিতা)
চাঁদ
রাম কৃষ্ণ বিশ্বাস

আমি যখন ছোট ছিলাম
কান্না করতাম বেশি।
তখন আমায় চাঁদ দেখিয়ে
করতো মায়েখুশি।
মা কে বলি চাঁদ কে
একবার এনে দাও না মোরে।
মা বল্লেন কেমন করে
চাঁদ ধরে দেই তোরে।
চাঁদ তো থাকে অনেক দূরে
নীল আকাশের পানে।
কেমন করে বলতো আমি
চাঁদ এনে দেই তোরে।
চাঁদের কথা ভুলে গিয়ে
খেতে বসো ঘরে।
তার বদলে অনেক কিছু
এনে দিবো তরে।।।

Regards,
Ram krishno biswas | ramkrishnobiswas124@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

কবিতা - উৎপাদক

উৎপাদক

জীর্ণ-শীর্ণ ক্ষুদ্র রুগ্ন-আড়ষ্ট মোর কায়া,<br>
কোলাহলময় নির্জন পথে;<br>
বিরামহীন হেটে চলি,<br>
আপনি দেখিনা আপনার ছায়া।<br>
<br>
ওহে চির উন্নত-উদ্ধত-বিত্তবান<br>
ভেবে দেখেছো কি?<br>
তোমার কায়া,তোমার ছায়া<br>
আমার তরেই বহমান।<br>
<br>
আমি পিছনে বলেই, তুমি সামনে<br>
আমি মুচী বলেই,তুমি গাজী<br>
আমি মেথর বলেই, তুমি হাজী<br>
আমি পশ্চাতেই রই, উহাতেই সই<br>
তবুও আমায় পিশতে কর কত কারসাজি! <br>
<br>
হেলায় অবহেলায় কাটে দিবারাত্রি<br>
উহাতেই সুখ তোমার<br>
আমার ব্যার্থতায় ফুটে তোমার হাসি<br>
কারন আমি পেছন পথের যাত্রী।<br>
<br>
আইন গড়ো,ভাঙো তুমি যেমন ইচ্ছে তেমন,<br>
খেলো তুমি দাঁড়িপাল্লার সাম্য-বিন্দু নিয়ে!<br>
ঘুড়াও তুমি দাঁড়িপাল্লার পাল্লা<br>
তবু মোর লঘু ভুলে কেন হায় হায় উঠে রব<br>
ভুল তুই করলি কে&apos;ন?<br>
<br>
স্থলজ আমি জলেতে বাস<br>
জলেই কাটাই দিন<br>
আমায় কুড়ে কুড়ে খেয়ে<br>
উদ্ধত-উন্নত তুমি হয়েছ প্রথম<br>
সারির উন্মাদ লোক<br>
পেছনের চাষা আমি <br>
পেছনেই মোর স্থান হোক!<br>
<br>

Regards,
Abdullah Al Noman | aalnoman591@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

বন্ধুত্বের টানে ---- স্নেহাশিস পালিত

বন্ধুত্বের টানে
---- স্নেহাশিস পালিত
১১-০৮-২০১৯

নিজেকে খুঁজে ফিরি তোমাদের মাঝে,
কাজের ফাঁকে, সকাল, দুপুর, সাঁঝে
একান্ত ভালোবাসার অধিকারে।

অদেখা বন্ধু যত পৃথিবী জুড়ে
শুধু মনের কাছাকাছি হৃদয়পুরে,
চাক্ষুস নাইবা হলো তাতে কি?

হৃদয়ের টানে, বন্ধুত্বের সেই রসায়ন
অবিচ্ছিন্ন থাকুক না হয় সারাক্ষণ
বেলা অবেলার অান্তরিকতায়।

যত দূরে, যেখানেই হোক আছে জানি
বন্ধুত্বের চির অটুট বন্ধন খানি
এভাবেই যদি পেতে পারি...

অকৃত্রিম স্নেহসুধা, হৃদয়ের বারতা
পুঁজি হোক ঘুচিয়ে যত অসাড়তা
সুখে বা দুঃখে শান্তনা পেতে।

ক'দিনের এই জীবন স্রোতে ---
ভালোবাসার মিলন ব্রতে
যদি মিলি ক্ষতি কি বল তায়।
Copyright@Snehasis Palit

Regards,
Snehasis Palit | snehasis.palit@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

কোরবানি .......এস.এম বিল্লাল

কোরবানি
.......এস.এম বিল্লাল

কোরবানি করো বান্দা
করো প্রভুর নামে।
হৃদয়ে আছে যত কালিমা
ভেসে যাক, মুছে যাক
পশুর রক্তের দামে।

ভনিতা করে নয়,
নয় মেকি বাহাদুরী,
গোসত বন্টন করিও
সঠিক তরিকাহতে
শুনিও গরীবের আহাজারি।

বাজার থেকে বাজার ঘুরে
কিনেছো পছন্দের পশু প্রানী
হালাল পয়সায় রুটি রোজগারে
ফজিলত বিষয়টি রেখো জানি।

দ্বীনের নিয়মে যাকাত প্রদান করো,
আছে সম্পদ যত তোমার,
নয়তো এই সম্পদ পরকালে হবে
বিরাট পাপের পাহাড়।

এতিমের হক নস্ট করো না
করো না তাদের বঞ্চিত,
তোমার সম্পদেই তাদের
অধিকার আল্লাহ করেছেন নিহিত।।

১০.০৮.১৯
ফুলপুর

Regards,
এস.এম বিল্লাল | bellalsmbh@Gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

বাহারি পশুর নাম মোঃ হাসু কবির

বাহারি পশুর নাম

মোঃ হাসু কবির

পথে ঘাটে খোলা মাঠে
শহর কিংবা গ্রামে
ছাগল গরুর হাট বসেছে
কোরবানিরই নামে।

সাদা কালো রং বেরঙের
লাখো পশুর মেলা
ডন যুবরাজ খোকা বাবু
হাজার নামের খেলা।

বাহারি সব সাজুগুজু
সকল পশুর গায়ে
হেলেদুলে চলে সদা
ছন্দ তুলে পায়ে।

এসব পশুর দামটা শুনে
চোখটা ওঠে মাথায়
গায়ে তখন জ্বরটা আসে
কেনা নিয়ে ভাবায়।

কালিয়াকৈড়, উল্লাপাড়া সিরাজগঞ্জ।

Regards,
মোঃ হাসু কবির | hashu.kabir0@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

"প্রিয় কাশ্মীরকে নিয়ে ঈদের গান" - আমার ঘরে ঈদ এনে দাও! By মাহদী হাসান ফরাজী

"প্রিয় কাশ্মীরকে নিয়ে ঈদের গান"

আমার ঘরে ঈদ এনে দাও!
মাহদী হাসান ফরাজী

আমার ঘরে ঈদ আসেনি, আমি যে কাশ্মীর
আমার ঘরে সুখ হাসেনি, হয়েছে লাশনীড়
আমার স্বরে বিদ্রোহী গান, পায়েতে জিঞ্জির
আমার স্বরে বিপ্লবী প্রাণ, তুলেছি শমশির।

হয় শরিয়ত শুনো নয় শাহাদাত...
নিলাম শপথ যেন পাই সা'আদাত...

তোমরা বলো 'ঈদ মোবারক', আমরা রণে যাই
তোমরা করো কুরবানী আর আমরা হ‌‌ই জবাই
তোমরা ঈদে পেট পুরে খাও, আমরা উপোস ভাই
তোমরা বিলাও ঈদ সেলামী, আমরা রক্ত হায়..
তাই, বিন কাসিমের পথ চেয়ে ক্ষণ প্রহরে অধীর
আমার ঘরে ঈদ এনে দাও! আমি যে কাশ্মীর...।



আমার ঘরে ঈদ আসিবে স্বাধীন হলে দেশ
দেখবে তখন আনন্দ ক্ষণ সুখের ছোঁয়া বেশ
হাসবে যুবক বৃদ্ধ শিশু, দুঃখ হবে শেষ
'ঈদ মোবারক' বলব হেসে, করব সালাম পেশ..
এই আশাতেই পথ চেয়ে র‌‌ই, আসবে কি ফের বীর
আমার ঘরে ঈদ এনে দাও! আমি যে কাশ্মীর...।



সমাপ্ত

তাং- 10/8/19 ইং
8/12/40 হি.
শনিবার সন্ধ্যা 6.35 মিনিট।

Regards,
মাহদী হাসান ফরাজী | mahdihasanforazi1997@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

গণপিটুনি - যে রোগের ওষুধ নেই

গণপিটুনি - যে রোগের ওষুধ নেই
******************************
রচনা - অসিত কুমার পাল

সময়ে সময়ে নানা জায়গায় নানা রোগের প্রাদুর্ভাব ঘটে,
তাদের মধ্যে কিছু কিছু রোগ প্রাণঘাতি হিসাবে সাব্যস্ত হয় ।

বিজ্ঞানীরা গবেষণা করে কিছু রোগের ওষুধ আবিস্কার করেন,
কিন্তু চেষ্টা স্বত্বেও কিছু রোগের ওষুধ অনাবিস্কৃত থেকে যায় ।
এধরনের একটি ভয়ঙ্কর রোগের নাম গণপিটুনি বা গণধোলাই ,
ইদানিং দেশের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে এর প্রাদুর্ভাব ঘটছে ।

কোন একজন তার ব্যক্তিগত স্বার্থে তার অপছন্দের লোককে
মোবাইল চোর বা ছেলেধরা বা ধর্মবিরোধী হিসাবে ঘোষণা করে।
তারপরে গুজবে বিশ্বাসী কিছু নিষ্কর্মা লোককে প্ৰরোচিত করে
সেই মানুষটির প্রতি অবিরাম নির্মম অত্যাচার শুরু হয়ে যায় ।

কোন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তাকে বাঁচাতে এগিয়ে আসে না ,
পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছে মৃত অথবা অর্ধমৃত
অবস্থায় লোকটিকে উদ্ধার করলেও অভিযুক্তদের খুব কম
ক্ষেত্রেই ধরা যায় বা আইনের সাহায্যে শাস্তি দেওয়া যায় ।

প্ৰচলিত কোন ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন সিরাপ বা
মলম দিয়ে গণপিটুনির মারাত্বক রোগকে কাবু করা যায় না ।
তাই এখানে ওখানে অনেক লোক গবিপিটুনিতে মারা যাচ্ছে ।
বিজ্ঞানীরা এই মারন রোগের ওষুধ আবিষ্কার করতে পারবেন ?

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

তাং - ২৪/০৬/২০১৯ ।

Regards,
Ashit Kumar Paul | ashitpaul@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com