আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

দোষারূপের উঁই পোঁকা ------------------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।

দোষারূপের উঁই পোঁকা
------------------------------------------মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************

আজিকায় তোমার ধ্যানে প্রাণের ক্ষেতে
দোষারূপের উঁই পোঁকা ভাই উঠেছে আজ মেতে ।

প্রায়শই শুনি অনেকের মুখে মুখে
কেউ সব কেড়ে নিলো তার ঘরে ঢুকে !
আমি বলি তুমি কেন এতো ভিতু তাতে ?
তুমি যদি বীর হও এগিয়ে এসো সাথে;
আমি চাই আজি নেও জাতির ভার হাতে ।

আজিকায় শুধু শুনি কথা আর কথা কতকের মুখে মুখে
কেউ নাকি কেড়ে নিলো অধিকার সব স্বৈর দ্বার খুলে !
তুমি কি রুখে দাড়িয়েছো হে বীর ?
ওহে তোমার গর্জনে চেয়ে আছি অধীর !

ওরা কত সংখ্যক তোমার গর্দানে শ্বাস ফেলে যায় স্বৈর পাল তোলে ?
আজ তো কোটি কোটি জনতাই গিয়েছে আপনার দায়িত্ব ভুলে !
অধিকার কি কেউ দেয় ? আদায় করে নিতে হয়
নিজ কাঁধেই দায়িত্ব তুলে নেও হে বীর -দুর করে সব ভয় !

জাতি চেয়েছে তোমায় প্রাণে প্রাণে এই যুদ্ধের অগ্রপানে-
তুমি কি প্রস্তুত হে বীর ?
আর দেখতে চাই না তোমায় ধ্যানে প্রাণের ক্ষেতে
দোষারূপের উঁই পোঁকা ভাই আবার উঠেছে মেতে ।
--------------------------------------------------31-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

প্রাণে প্রাণে ভীষণ কোলাহল --------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

প্রাণে প্রাণে ভীষণ কোলাহল
--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**************************
ইদানিং দেখি এক অস্থিরতার মত্ত মানুষের প্রাণে
কোথাও নেই কোন প্রেমের স্পর্শ্ নশ্বর পানে
প্রাণে প্রাণে ভীষণ কোলাহল,
হিংসে বিদ্বেষে ছুটেছে মানুষের দল
কে জিতল আর হারল এই নিখিল!
সে হিসেব শুধু কষে ক্ষণে ক্ষণে
ক্ষমতার দ্বন্দে শ্রেষ্ঠত্ব হারাচ্ছে ভুবনে ।

সাম্যের ভাষা মানুষের জাগে না কেন, প্রেম থাকে যদি!
ব্যাথিত প্রেমিকের অভিশাপ শুধু কুড়াই নিরবধি !
হৃদয় কি আর খুলবে না প্রেমের জানালা ?
কে বুঝবে তবে এই বৈষম্যের জ্বালা ?

এক অসহ্য ব্যাথা লেগে আছে প্রাণে !
মানুষ হয়েও জাগনি তুমি মানবতার কল্যাণে ।
প্রাণে প্রাণে ভীষণ কোলাহল,
হিংসে বিদ্বেষে ছুটেছে মানুষের দল ।
-------------------------------------- 30-07-2019,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা

সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা
---------------------------------------
তুমি কি জানো জনক কোথায় চলিছে ভবিষ্যৎ পাঞ্জেরী?
জননীর সব দুঃখ-সুখের মাঝে সে যে স্বপ্নের কান্ডারী !

কিসের মোহে কোথায় ছুটিছে তোমার দুলাল-দুলালী ?
কোন সে ঘরে দিবা নিশি জ্বলিছে দীপক- দিপালী !

নিজ গৃহে হয়নি তো পরবাস ,সঙ্গ দোষের পরে ?
সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা নিষদ্ধ আঁধারে

নবীণ প্রজন্ম মরিছে আজ চক্রের ফাঁদে ফাঁদে
মদ, গাঁজা, ইয়াবা ফেনসিডিল প্রিয়ার কাঁধে কাঁধে ।

একটু ভুলে যদি সন্তান পথ হারায় দুষ্টের বাণী শুনি,
তুমি কিভাবে এড়াবে দায় হে জনক- হে জননী ?

ঘর পালিয়ে কোন সে সীমাহীন নভোপানে;
পাঞ্জেরী ছুটিছে সঙ্গোপনে ? এ খবর কি পিতা জানে !

এসো খবর নেই কোন সে পথে ছুটিছে আদুরে ছেলে মেয়ে-
সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা অশুরের সৈনিক হয়ে !!
---------------------------------------------37-07-2019,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা

সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা
---------------------------------------
তুমি কি জানো জনক কোথায় চলিছে ভবিষ্যৎ পাঞ্জেরী?
জননীর সব দুঃখ-সুখের মাঝে সে যে স্বপ্নের কান্ডারী !

কিসের মোহে কোথায় ছুটিছে তোমার দুলাল-দুলালী ?
কোন সে ঘরে দিবা নিশি জ্বলিছে দীপক- দিপালী !

নিজ গৃহে হয়নি তো পরবাস ,সঙ্গ দোষের পরে ?
সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা নিষদ্ধ আঁধারে

নবীণ প্রজন্ম মরিছে আজ চক্রের ফাঁদে ফাঁদে
মদ, গাঁজা, ইয়াবা ফেনসিডিল প্রিয়ার কাঁধে কাঁধে ।

একটু ভুলে যদি সন্তান পথ হারায় দুষ্টের বাণী শুনি,
তুমি কিভাবে এড়াবে দায় হে জনক- হে জননী ?

ঘর পালিয়ে কোন সে সীমাহীন নভোপানে;
পাঞ্জেরী ছুটিছে সঙ্গোপনে ? এ খবর কি পিতা জানে !

এসো খবর নেই কোন সে পথে ছুটিছে আদুরে ছেলে মেয়ে-
সন্তানের পথ যে গিরি পর্বতে ঘেরা অশুরের সৈনিক হয়ে !!
---------------------------------------------37-07-2019,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

জনতাই ভি আই পি --------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।


জনতাই ভি আই পি
--------------------------------কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
***************************
ক্ষমতার পদ পেয়ে আমায় পড়ে কি আর মনে ?
সেথায় তোমার স্বৈর শাসন আপন আয়োজনে !

ট্যাক্সের টাকায় বিত্ত তুমি রাজ্য লুণ্ঠনে
জনতা সে পিষ্ঠ এখন তোমার অগ্রাসনে ।

তখন তুমি বলতে আমায় হবে নাকো স্বৈর
এখন দেখি তুমিও সেই ভি আই পি ‍রূপ ধর!

আমিই শুধু নিভে গেলাম জীবন যুদ্ধের রণে
দাপুটে তুমি ট্যাক্সের টাকায় রাজ্যের সিংহাসনে

বুঝলে না আর জাতির ব্যাথা সন্তান হারা শোক !
আটকে দিলে পথটি আমার নাই বা শুনে দুঃখ !

ভাবছো তুমি ভি আই পি ক্ষমতাধর কেউ
ভুলে গেছো সেবক তুমি অন্য কিছু নও-

সেবার মন হারায়ে তুমি বিষম অত্যাচারী-
যদিও তুমি রাজ্যের পোষা জন কর্মচারী !

অধিকার কেড়েছো আজ তোমার শাসন তর,
এই চেয়ারে দেখি শুধু আপন স্বার্থের দৌড়!

জনতাই ভি আই পি নহে তুমি ওগো-
ট্যাক্সের টাকায় পেয়েছো তুমি ভি আই পি লগো ।
-------------------------------------------30-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

দূর করে দে এডিস মশা ----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

দূর করে দে এডিস মশা
----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
************************
আর কতকাল দিবি মোদের ডেঙ্গু মশার মৃত্যু কামড়?
মানুষ যে আজ ভয় করেছে কাঁপছে সবাই দিন ভর!
ছোট-বড় ধুঁকছে জ্বরে, ঘরে বাইরে মরছে কত
বাংলায় আজ মৃত্যু ভয়, দেখছে না কেউ এডিস যত !

তোদের শুধু একটি রোগ দোষে দোষে গাহিস গান
কথার পরে কথা বলিস নাইবা করিস সমাধান ।
হচ্ছে হচ্ছে শুনি মুখে, মিডিয়ায় জুড়ে যাচ্ছে দেখা
উড়ছে মশা দিচ্ছে কামড় তবু নাহি হয় শেখা ।

জৈনক তুই এগিয়ে আয় সেবার ভ্রতে হৃদয় খুলে
লোক পটানো মুখে বুলি আজিকায় আর নাহি ভুলে
অনেক তোরা বলেছিস ভাই এবার একটু মুক্তি চাই
নিধন চাই -নিধন চাই -এডিস মশার নিধন চাই,

অনেক তো খেয়েছিস ভাই,এবার একটু থামা ক্ষুধা,
আয়রে এবার দিয়ে যা জনসেবার মৌলিক -সুধা ।
ডেঙ্গু জ্বরে বলি দিয়ে করিস না আর মিথ্যে পূজা
দূর করে দে এডিস মশা, রক্ত নিয়ে দিসনা সাজা-

আর কতকাল দিবি মোদের ডেঙ্গু মশার মৃত্যু কামড়?
মানুষ যে আজ ভয় করেছে কাঁপছে সবাই দিন ভর!
------------------------------------------------------------29-07-2019,রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

অনুকবিতা - আমি চুপ থাকব

অনুকবিতা - আমি চুপ থাকব
**************************

যদি আমার কথায় কেউ আঘাত পায়,
আমি বরং চুপ করে থাকব ।
যদি সংকটজনক পরিস্থিতিতে পড়ি
আমি তখন চুপ করে থাকব ।

যখন অন্য কারো কথা শোনার পালা
তখন আমি চুপ করে থাকব ।
যখন আলোচ্য বিষয়ে জ্ঞান সীমাবদ্ধ
তখন আমি চুপ করে থাকব ।

যখন আমার কথা সম্পর্ক ছিন্ন করে
তখন আমি চুপ করে থাকব ।
আমার কথা যথাযথ গুরুত্ব না পেলে
আমি বরং চুপ করে থাকব ।

একাধিক ব্যক্তি একসঙ্গে কথা বললে
আমি বরং চুপ করে থাকব ।
জ্ঞানগর্ভ আলোচনা চলতে থাকলে
আমি বরং চুপ করে থাকব ।

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

রচনা - অসিত কুমার পাল
তাং -২৬/০৭/২০১৯ ।

Regards,
Ashit Kumar Paul | ashitpaul55@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

বৃষ্টির আমেজ - কবিতা

বৃষ্টির আমেজ ******

বৃষ্টির আগমনে
ময়ূর পেখম মেলে
ছন্দ মিলিয়ে নাচে সে
বৃষ্টি নুপুর তালে।

ঘ্যাঙর ঘ্যাঙ করে ব্যাঙ
প্রেম নিবেদন করে।
নদী-নালা টইটুম্বুর
মাছেরা নাচন করে।

কৃষকের মহাখুশি
ফলন ভাল হবে
জেলে ভাই জাল নিয়ে
ঘরের বাহির যাবে।

ধুলো মাখা প্রকৃতি
নতুন রূপে সাজে
মরা ডালেও নতুন কুঁড়ি
উঁকি দিতে থাকে।

কর্ম ব্যস্ত জীবনে
একঘেয়েমি নিরানন্দ
বৃষ্টি আনে ছুটির দিনে
একটু বৈচিত্র্য।

26.07.2019

Regards,
বৃষ্টির আমেজ | erinaronno@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

চাঁদ - কবিতা

চাঁদ ****
ছোট্ট শিশু চাঁদ মামাকে
দেখে ঘুম আনে
মা এর কাছে শিশুর লাগি
চাঁদ যে ঘুমের বড়ি।

ক্ষুধার রাজ্যে ক্ষুধিতে
চাঁদ ঝলসানো রুটি
প্রেমিকের চোখে চাঁদ
প্রেমের স্বর্গ ভূমি।

লেখকের চোখে চাঁদ
নতুন ছন্দ আনে
মাতাল সুরার পাত্রে
চুমুক তোলে চাঁদে।

বিজ্ঞানী চাঁদে খুঁজে
অজানার সন্ধান।
অভিযাত্রীর চোখে চাঁদ
নতুন গন্তব্য স্থান।

দুঃখীরা নিজ দুঃখ
জানায় চাঁদকে
সুখী জনে পূর্ণিমাতে
সিক্ত হয় আনন্দে।

শুনছি যে চাঁদে নাকি
বসত গড়তে পারে
ধনী যাচ্ছে কিনতে মাটি
গরিব কপাল ঠোকে।
***** ইরিন আরণ্য

Regards,
ইরিন আরণ্য | erinaronno@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

এবার আর থমকে যাবো না - কবিতা

এবার আর থমকে যাবো না
--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমি আর থমকে যাবো না
কোন কিছুতেই আমি শুধু আর থমকে যাবো না ।

যে রক্ত প্রবাহের উত্তালে স্পন্দিত হতো প্রাণ
এখন সেখানে সেই তরঙ্গ অনুভব করি না বুকের গভীরে
স্বপ্নের মৃত্যু দেখে আমি আর থমকে যাবো না ।

হৃদয়ে বীজ বুঁনে বুঁনে
এতো কাল শুধু ছুটেছি, শুধু ছুটেছি এক কৃত্রিম লাবণ্যের পিছুন পিছুন
কখনো ভেবে দেখেনি চৌদিকে এতো জলহীন মরু প্রান্তর-
এতো দাউ দাউ অগ্নি স্ফুলিঙ্গ !
আজ সেখানে শুধুই চিতা, প্রাণের অন্তিম শ্মশান ।
থমকে যাবো না, আর শুধু থমকে যাবো না ।

জানি, তুমি হারালে হারাবো কিছু! আর আমি হারালে হারাবো সব
তাই বাগানে ফুটাবো নব পুষ্পের ফুল, আমি আর থমকে যাবো না ।

যতই আগুন দাও, তবুও পোড়াবে না আর আমাকে-
আমি আজ নব শপথে ছুটেছি, আমি এক নব যোদ্ধা ।

প্রেম বিজয়ের স্বপ্ন দেখি আমি আঘাত আসুক যতই আসুক,
এবার আর থমকে যাবো না-
নিষ্ঠুর কোনো কিছুতেই শুধু আমি আর থমকে যাবো না ।
-------------------------------------------------------------17-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

টুপটাপ পড়ছে বৃষ্টি" -- নিলুফার জাহান

"টুপটাপ পড়ছে বৃষ্টি"
-- নিলুফার জাহান


দিনভর টুপটাপ করে শুধু
পড়ছে এতো বৃষ্টি।!
বৃষ্টির শব্দে অপরূপ এক
ভালো লাগা সৃষ্টি।

বৃষ্টির ছোঁয়া পেয়ে নাচছে
গাছ পালা ফুল পাখি,
নতুন পাতা পল্লব সাজে
পুলকিত আঁখি।

শুষ্কতার দীনতা নেই আর
জাগে দগ্ধ ধরা
ফুটছে ফুল কদম কেয়া
কেটে গেছে জ্বরা।

প্রাণের উচ্ছ্বাসে ভরা খাল
বিল পুকুরের পানি
ইচ্ছে করে ডুব সাঁতারে
শাপলা তুলে আনি।

বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার
হয় পুরো প্রকৃতি
কতো ফুল ফসলে ধরা
পরিশুদ্ধ অতি।

বৃষ্টির মতো ধুয়ে শুদ্ধ
হতো যদি আজ
সব মানুষের মনোভূমি
সুখ করতো বিরাজ।

Regards,
NILUFAR JAHAN | nilufarjahan.64@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

ফাগুনের জোছনা //মোঃ মিজানুর রহমান।

ফাগুনের জোছনা
//মোঃ মিজানুর রহমান।

ফাগুন বনে আগুন জ্বেলে,
মাতাল করে কৃষ্ণচূড়া।
দূর গহীনে বংশী বাঁজে,
লাল বসনে শিমুল সাঁজে।
পাগল করা বংশী বাদক,
সুর-লহরী যেন মাদক।
কোন গাওয়ারটা ইচ্ঁড়ে পাকা,
ঢেউ খেলে যায় হৃদয় কোনে।
সুরের তানে আমায় ডাকা,
ভোর হয়ে যায় জেঁগে থাকা।
ফাগুন দিনে জোঁস্না রাতে-
কে খেলবি আমার সাথে,
আদীম নৃত্যে, ভরি চিত্তে
শব্দে শব্দে কাব্য-কলা।
খ্যান-বেখ্যানে ঝিঁঝিঁরা সব
অতীষ্ঠ্য মন যত কলরব।
জোনাকিরা দল বেঁধেছে
কুল-কাননে সভা করছে,
মিটিমিটি জ্বলে জ্বালা-
প্রেমীষা মন আজ উথালা।
০২/০১/২০১৭ইং।
লুৎফর রহমান সড়ক,বরিশাল।

Regards,
Md.Mizanur Rahman | mdmizan85@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

আমি হয়ে যাবো, তোমারই হয়ে যাবো - কবিতা

আমি হয়ে যাবো, তোমারই হয়ে যাবো
--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************
একবার হৃদয় দিয়ে দেখো আমি কতোটা কাছের,
কতো হুলুস্থূল উঠে পিঞ্জর গভীরে তোমার !
তুমি হৃদয় খুলে দেখ
যত কষ্ট সব নিমিষেই মুছে গিয়ে-
তীব্র প্রেম ধারা ফিরে আসবে শিরে –উপশিরে
স্পর্শের শাখাগুলো ওঁত পেতে রবে প্রণয়ের উৎসবে
অনুভূতিগুলো নেঁচে উঠবে গোপন ঠিকানা-

তুমি হৃদয় খুলে দেখলে
সীমাহীন কামনা নিয়ে আমার দিকে আসবে, এগিয়ে আসবে
যুগল উম্মাদে মেতে উঠবে এক স্বপ্নিল আশ্রমে-
শুধু হৃদয়ের মর্মটা বুঝলে
তুমি আসবে তীব্র বেগে আসবে আমার সন্ধানে
আমি তোমারই হবো এই বিশ্বাসে
শুধু একবার খুলে দাও হৃদয়ের কপাট!
আমি হয়ে যাবো, তোমারই হয়ে যাবো শর্তহীন বন্ধনে ।

একবার হৃদয় দিয়ে দেখো আমি কতোটা কাছের,
কতো হুলুস্থূল উঠে পিঞ্জর গভীরে তোমার !

----------------------------------------------------------------02-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Regards,
aminul | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com