আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

তুমি তাকালেই কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তুমি তাকালেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১১-০৯-২০২২ ইং
**************************
তুমি তাকালেই কেমন যেন হয়ে যাই!
শিরা উপশিরা গুলোর কম্পন শুনতে পাই।
শিহরিত হয়ে উঠি কি এক বৃথা রোদনে
নেচে উঠে রোমাঞ্চিত মন বিপ্লবী উদ্ধোধনে।

কিন্তু কোথায় যেন জোয়ারে দোলে প্লাবন
তীব্র বেগ রক্তিম পথ গহিন অনুধাবন।
তবু প্রবল উচ্ছাস এ মনের সিংহাসন-
যদি হতে এ রাজ্যের পুলক-শিরহণ !

তুমি তাকালেই কেমন যেন হয়ে যাই!
আর নাহি আপনাকে খোঁজে পাই----
---------------------------------

Regards,
মোঃ আমিনুল এহছান মোল্লা | aminulahasan372@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com

বীরাঙ্গনা বলছি! আহবাব হাসনাত লাবিব।

বীরাঙ্গনা বলছি!
আহবাব হাসনাত লাবিব।

এই বাড়িটা পিতৃহারা ফেলে দীর্ঘশ্বাস,
এই বাড়িটা অশ্রুলেখা রক্তাক্ত মাস।
এই বাড়িতে রয়েছে দেখো স্মৃতি অবিরাম,
এই বাড়িতে কোণায় কোণায় বঙ্গবন্ধুর নাম।
এই বাড়িতে উঠেছিল সূর্যহীন ভোর,
এই বাড়িতে বাজে শুনো জয় বাংলার স্বর।
এই বাড়িতে শহিদ হয় ইতিহাসের ভারি লাশ,
এই বাড়িতে দেশের স্বপ্ন হয় সর্বনাশ।
এই বাড়িতে পাবে দেখো আমার কন্ঠ স্বর,
এই বাড়িতে আছে দেখো শেখ মুজিবুর।
এই বাড়িতে পাবে দেখো আমার অশ্রুজল,
এই বাড়িটা চিরকাল প্রেরণা অবিচল।
এই বাড়িটা আমার কাছে রক্তাক্ত হিমালয়!
এই বাড়িটা আমার কাছে আমার পরিচয়।

Regards,
AHBAB HASNAT LABIB | ahbabhasnat07@email.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com