দর্পণ
প্রনব ঘোষ
তোমায় আমি দেখেছিলেম হঠাৎ
অন্ধ গলির শেষে ভাঙা বাড়ি,
খোলা জানলার ফাঁক দিয়ে আয়নায়
দেখি তোমার পরনে লাল শাড়ি।
আয়নাতে ঐ মুখটা তোমার দেখি
জ্বলজ্বলে রূপ, পটলচেরা আঁখি
মুক্তকেশী চুল গুলি সব বুকের উপরে
মুক্তাদানা জমেছে যেনো রাঙা অধরে!
পড়লো যখন হঠাৎ চোখে চোখ—
লজ্জায় রাঙা হলো যেনো রক্তজবা মুখ
সহসা আমার হার্টবিটটা দ্রুতগামী হলো
মন ছুটিল— পা দু'খানি স্থির তবু ছিলো।
হঠাৎ যখন তোমার কথা মনেতে উঠিল
তাকিয়ে দেখি শূন্য ঘর অস্পষ্ট আলো—
তখন আমি আত্নহারায় দেখি উদাস মনে
পড়ে আছে মুখখানি মোর ভাঙা দর্পণে।
Regards,
প্রনব ঘোষ | s.pronabkg@gmail.com
Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com