আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

জ্ঞানের বই

(জ্ঞানের বই)
ক্লাসের বই বরিয়া হইতে হবে জয়ী
যদি নাই পারো পড়িতে বই
তবে কি হইবে পরিয়া বই।
ঘাটিয়া দেখিতে হইবে লাইন
পড়িয়া বুঝিতে হইবে জ্ঞান ।
যদি নাই পারো তবে
কি হইবে এই জীবনের মানে।
ব্যর্থ জীবন ছাড়া পাশে থাকবে না কোনো বন্ধুর মালা ,
থাকবে না কোনো আলো
লাগবে না আর ভালো ।
লাগবে না আর ভাগ্যের জোড়া
তাই পড়িতে হইবে বই,
জ্ঞানীগুণী হইয়া করিতে হইবে জয়ী ।
যদি নাই পারো তবে
কি হইবে পরিহার কবিতার ছন্দে ।
ছন্দ মেলায় উঠবো বেলায়
পড়বো আরো গল্প ।
বাংলা জেনে জীবন টাকে
করব আরো ধন্য ।


- মোঃ ইয়াসিন
জেলা রংপুর উপজেলা কাউনিয়া ডাকঘর ভাইয়ের হাট

Regards,
মোঃ ইয়াসিন | Publisher@alibaba.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com