আপনার লেখা গল্প কিংবা কবিতাটি পোস্ট করুন এখানে। মেসেজ বক্সে লেখার শিরোনাম, লেখকের নামসহ লিখা দিন।

Name

Email *

Message *

স্বপ্নে ভাসা --প্রতিভা দে।

স্বপ্নে ভাসা
--প্রতিভা দে।৯/২/২১//
স্বপ্ন ভাসে মেঘেরা সব
আকাশ জুড়ে ছুটে দিগন্তে,
তারারা সব রত্ন খোচে
আকাশ যেন ভাসে স্বপ্নে,
পাখিরা সব উড়ে যায়
যেন সাজে আপন মনে,
মেঘরা যখন বৃষ্টি হয়ে নামে
স্বপ্ন গলে মাটির পরে,
নদী তখন উথাল পাতাল
জীবন বয়ে নিয়ে যাওয়ার তাল,
সাগর গুনে স্বপ্ন দেখার প্রহর
মিলনের দিন গুনার,
বলছে যেন মিলতে পারি
রত্ন লুকিয়ে রাখার,
যত্ন করে ভালোবাসার ।

Regards,
Prativa Mayee Dey | deyprativa0@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
https://sahityokonika.blogspot.com

[সাহিত্য কণিকা] New message received.

প্রিয় আমার মা
মীর নাদিম ফয়সাল

বাবা উঠো,পড়তে বসো,
মা,এখন!
উঠ লক্ষী,প্রভাত হয়েছে,
তুমি বড় হবা,
মানুষের মত মানুষ হবা!
খেয়ে নেও,ক্ষুধা পেটে পড়া কী সয়!
এই নে বাবা,
তোকে মানুষের জন‍্য কাজ করতে হবে,
সবার উপকার করতে হবে।
স্নান করেছিস,করে নে,
আমার লক্ষী ছেলে।
ভরদুপুর হয়েছে আজ,
চল মা,খেয়ে নেই একসাথে।
বেলা ফুরোচ্ছে,ঘুমোতে আয়।
বিকেল বেলা খেলাধুলা,
খেলেছিস তুই ছেলেবেলায়;
সন্ধ্যা হয়েছে পড়তে বসো,
বড়ো হতে হবে বাবার মত।
রাত পোহালো,পড়তে খেতে এস,
ঘুমোতে হবে সময় মত।
মা,তুমি শ্রেষ্ঠ মা;
বিধাতার কাছে বিশেষ আরজি,
তোমাকে নিয়ে আমাদের স্বপ্ন;
রাত ফুরোচ্ছে বাবা যেতে হবে,
সময় মত পাঠশালাতে।

Regards,
মীর নাদিম ফয়সাল আহমেদ | nadimfaisal18@gmail.com

Note: This email was sent via the Contact Form gadget on
http://sahityokonika.blogspot.com