![]() |
মর্তুজা মুন্না
যে ভালবাসা দেখতে চেয়েছি
মায়াবী সে মধুভৃৎ নয়নাধারে,
দেখা হয়নি তা আজও তোমার মাঝে।
গড়তে দেখিনি স্বপ্ন শহর।
অরুন আলোর যে আকুলতা বৃক্ষপত্রে;
ঘরে ফেরার যে ব্যাকুলতা শেষ বিহগে;
শিখরী বীজের যে প্রতিক্ষা বারিধারার
দেখা হয়নি তা আজও তোমার মাঝে।
শুধু দেখেছি কৃষ্ণ পক্ষের ন্যায় আঁখি,
যাতে রয়েছে না বলার ব্যাকুলতা
নিজেকে লুকিয়ে রাখার আকুলতা
কোন এক অজানা অচেনার প্রতিক্ষা।
তবুও ভালবেসে যেতে চাই তোমায়;
বিহগ যেমন ভালবাসে অনন্ত
স্রোতস্বিনী ভালবাসে জলধর
শিখরী ভালবাসে মৃত্তিকা।
যতদিন এ হৃদয় স্পন্দিত হবে;
এ নয়ন ভরে জল আসবে;
তনু মাঝে প্রাণ পতত্রী থাকবে
ততদিন এ হৃদয় ভালবাসবে।
________