![]() |
তোমায় চিনতে পারিনি এতটুকু
শুধু চেষ্টা করেছি মাত্র।
আমি চাই নি তুমি আমার মত হও
কারন তুমি অনেক বড়
শুধু চেয়েছিলাম একসাথে হাঁটব পাশাপাশি
আমি চাই নি তুমি আমার হও
কারন আমি অযোগ্য
শুধু চেয়েছিলাম বৃষ্টিতে চা খাব একসাথে
আমি ছাড়া আমার আর কেউ নেই
ভেবেছিলাম তোমার পাগলামি দেখব
আর খুনসুটিতে মাতব খানিকক্ষণ
তুমি চলে গেলে অযোগ্য ছেড়ে যোগ্যের সন্ধানে..এটাই স্বাভাবিক
তোমার আশা যেন হয় পূরন
তবে খালি পায়ে আমি আর হাঁটি না...